আমি এক অভাগা ,যেখানেই যায় হয়ে যায় ফাকা* ভইয়েরা আমারে একটু হেল্পান

আমি medifie থেকে একটি movi download  করেছি, কিন্তু তা open  করতে গেলে কি যেন আসছে যা আমার বাবার ও সাধ্য নাই বুঝার, নিচে তার ছবিটা দিলাম। দয়া করে এই  অভাগা রে একটু হেল্পান.

আমিw7 use করি

কি করা লগবে   কারও জানা থাকলে জানান please,

আরেকটি সমস্য

facebook  এ আমার নাম use  করে অনেকে উল্টা পাল্টা ছবি tag করছে, কি করলে অন্যরা আমার নাম use করে tag করতে পারবে না, দয়া করে জানাবেন.

Level 0

আমি দুষ্ট _ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বোকার ষম্রাট (আমার দাদুর দেওয়া উপাধি) আমি নিজে কিছু করতে পারিনা অন্যের দেখা ছাড়া ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা তেমন কোন সমস্যাই না। আপনাকে ফাইলগুলা rename করে নিতে হবে।
একি ফাইল একধিকবার download দিলে নতুন ফাইলটা auto rename হয়ে যাতে overwrite না হয়। so আপনাকে rename করে original file er name দিতে হবে।
যেমন, part3_2.rar কে part3.rar করে দিন। একি ভাবে, part2_2.rar কে part2.rar করে দিন। আশা করি তাহলে আর সমস্যা হবে না।

যখন sequential rar file থেকে extract করা হয় তখন আপনাকে ensure করতে হবে যেন সব file পাশাপাশি একি folder এ থাকে।
যেমন,
somefilename.part1.rar
somefilename.part2.rar
somefilename.part3.rar
somefilename.part4.rar

Hope this will help you.

many many
tnkQ seimon ভইয়া।
আমি শুধু part2 download করেছি.। ফাইল টার নাম R.I.R.D.X.VoMiT.WwW.SceneDowns.Com.part2_2
rename করার পর R.I.R.D.X.VoMiT.WwW.SceneDowns.Com.part2 । কিন্তু তাও হয়না । সব গুলো ফাইল download না করলে কি হবেনা । বলছে you need 2 hve the following volume 2 continue extraction. কি যে করবো ,
হায়রে আল্লা

    হা আপনাকে সবগুলো পার্‌ট ডাউনলোড করতে হবে।

    তবে গুরুরা অন্য উপায় জানতে পারেন।

Level 0

হ্যা, আপনাকে সব part download করে নিতে হবে। কিন্তু যদি ভিডিও ফাইল হয় তাইলে সব ফাইল download না করেও আপনি extract করে vlc or media player classic দিয়ে দেখতে পারেন। এজন্যে আপনাকে General Tab থেকে [keep broken files] check box এ tick দিতে হবে।

    অনেক অনেক ধন্যবাদ seimon ভইয়া । এই অভাগার ডাকে সাড়া দেওয়ার জন্য ।
    সব ফাইল download করে দেখি পারি কি না ।

    আপনাকে কোটি কোটি ধন্যবাদ

আপনার 'রুম ইন রোম' ছবিটি ডাউনলোড করবার জন্য হোস্ট সার্ভারে বেশ কয়েকটি পার্টে ভাগ করে রাখা হয়েছে। এই পার্টগুলো জোড়া দিলে একটি এমকেভি বা এভিআই এক্সটেনশনের মুভি ফাইল পাওয়া যাবে। যেমন আগের মন্তব্যকারীরা বলেছেন – আপনাকে সবগুলো পার্ট আগে ডাউনলোড করে নিতে হবে। এরপর সেগুলো একই ফোল্ডারে রেখে hjsplit নামের প্রোগ্রামটি দিয়ে জোড়া লাগিয়ে দিন। তারপর পার্ট ফাইলগুলো মুছে ফেলতে পারবেন। hjsplit এর লিংক হল: http://www.hjsplit.org/

    ভইয়া আপনি অদৃশ্য হলেও কন্তু আমার মনের চওখ দিয়ে আপনারে দেখতে পাচ্চি অপনি লেকের ধারে বসে গবেষণা করছেন ।

    আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিবনা আপনারে লক্ষ্য লক্ষ্য ধন্যবাদ দিলাম ।

    রাগ কইরনে না seimon ভইয়া অনকে কষ্ট করছে ।