রাজশাহীতে ওয়াইম্যাক্স এর সার্ভিস এবং স্পিড কেমন পাওয়া যাচ্ছে ?

বাংলাদেশে হাজার ধরণের সার্ভিস আসে ঢাক ঢোল পিটিয়ে। ওয়াইম্যাক্স তারই একটি অংশ। ওয়াইম্যাক্স সমন্ধেই অনেক ধরণের কথা শুনেছি। কেউ বলছে অনন্ত তো জিপির চাইতে সার্ভিস অনেক ভালো স্পিড ভালো । আসল ব্যাপার খানা আপনাদের কাছে থেকে জানতে চাই। বিশেষ করে রাজশাহীতে ওয়াইম্যাক্স এর সার্ভিস কেমুন? যেহেতু আমি রাজশাহীর ছেলে তাই রাজশাহীতে ওয়াইম্যাক্স এর সার্ভিস কেমুন এ ব্যাপারে জানতে চাই?

Level 0

আমি ebookbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 512 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://bloggerbd.com http://bdtv24.com http://bdhome24.ucoz.com www.earningtips24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি রাজশাহীতে থাকি এবং ওয়াইম্যাক্স ব্যবহার করি । আমার কাছে ভালই মনে হয়েছে । কারন ওরা যা বলেছিল সেরকমই স্পিড পাচ্ছি ।

speed ভাল, তবে network এর problem হতে পারে

    ধন্যবাদ, তবে আপনি কি কষ্ট করে বলতে পারবেন কোন জায়গায় মানে কোন লোকেশনে বাসা ভাড়া নিলে নেট্ওয়ার্ক ভালো পা ওয়া যাবে?

      Level 0

      @ebookbd.info:
      আপনি উপশহরের কিছু অংশ জুড়ে (সব জায়গায় পাবেন না), বর্নালী, লক্ষীপুর, সাহেব বাজার,অলকার মোড় এলাকা, নিউমার্কেট, শিরোইল,টার্মিনাল এই সব এলাকার ভিতরে আর ইউনিভার্সিটি এলাকায় নেটওয়ার্ক পাবেন। ভদ্রাতে পায় কিনা জানিনা। বহরমপুর, দাশপুকুরের দিকে কোনো কানেকশন পাবেন না।

Level 0

আপনি থাকেন কোথায় ?
আমি skyline ISP ইউজ করি। ভাল স্পিড। ২৮৮কেবিপিএস।