আশাকরি ভাল আছেন সবাই।
কয়েকদিন আগে আমি NexusPay রেফার ইনকাম নিয়ে একটা টিউন করেছিলাম।
পোস্টটি দেখুন এখানে
তো যাই হোক কাজের কথায় আসি। আমার টিউন এর পর অনেক জনকেই দেখি NexusPay ইনকাম নিয়ে টিউন করতে। কয়েকটা টিউনে বলা হয়েছে যে NexusPay তে রেফার এর মাধ্যমে একাউন্ট করলেই যে রেফার করবে আর যে জয়েন করবে ২জনই ৫০ টাকা করে পাবে। কিন্তু NexusPay এর অফিসিয়াল কন্ডিশন অনুয়ায়ি শুধুমাত্র যার রেফারেলে কেউ জয়েন করলে রেফারারই টাকা পাবেন জয়েনার কোনো টাকা পাবে না। কিন্তু জয়েনার তার যে নাম্বার দিয়ে NexusPay একাউন্ট করেছে সেই নাম্বার নিজের বন্ধু, পরিবার এবং সকলের সাথে শেয়ার করে রেফারেলের মাধ্যমে একি প্রসেসে ইনকাম করতে পারবে। আর একটি কথা শুধু রেজিস্ট্রেশন করলেই হবে না আপনার রকেট অথবা যেকোন DBBL Account দিয়ে NexusPay তে Card ডাউনলোড করতে হবে।
আমি মাহমুদ রেদওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।