আশাকরি সবাই ভাল আছেন। প্রযুক্তি বিষয়ক জ্ঞান সম্পন্ন এবং ব্লগিং এ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কিছু সংখ্যক ব্লগার বা কন্টেন্ট রাইটার আবশ্যক। নিচে বিস্তারিত দেওয়া হল :
১. IT and Technology বিষয়ক লেখা লিখতে হবে।
২. লেখায় কোন ধরনের কপি-রাইট থাকা যাবে না। সম্পূর্ন ইউনিক লেখা হতে হবে।
৩. লেখার টপিকস আমি দিয়ে দিব।
৪. প্রতিটি লেখা বা টিউন কমপক্ষে ৫০০ শব্দের হতে হবে।
৫. পেমেন্ট আলোচনা সাপেক্ষে।
আগ্রহী থাকলে আমার স্কাইপিতে যোগাযোগ করুন।
alamin.asoft - Skype ID
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।