ম্যাক বুক এর দাম এত বেশি ক্যান?উইন্ডোজ এর সফটওয়্যার গুলো কি ম্যাক এ চলবে?(অভিজ্ঞরা হেল্পান।)

অনেক শখ হইসে একটা ম্যাক বুক এর ল্যাপটপ কেনার  🙂  কিন্তু মাথাই কিছু প্রশ্ন ঘুর পাক খাচ্ছে। দয়া করে অভিজ্ঞরা এক্টু হেল্পান
প্রথম কথা হচ্ছে , আমি উইন্ডোজ এ যে সব সফটওয়্যার ব্যাবহার করছি এই গুলো কি ম্যাক এ চলবে? যেমনঃ মজিলা ফাইয়ারফক্স, ইয়াহু ম্যাসেঞ্জার, অভ্র, এই গুলো ছাড়াও কিছু প্রয়োজনীয় সফটওয়্যার আছে। তবে ম্যাক এ যদি এই গুলো না চলে তা হলে উপাই কি? ম্যাক এর জন্যে কি আলাদা ইয়াহু ম্যাসেঞ্জার বা অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করতে হবে? আর সেই গুলো কি ফ্রী পাওয়া যাবে?

দ্বিতীয় কথা হচ্ছে , ম্যাক বুক এর দাম এমনি ল্যাপ্টপ এর থেকেও এত বেশি কেন? যেমন আমি সার্চ করে দেখলাম যে একটা ডেল এর ল্যাপ্টপ এর দাম এর থেকেও ম্যাক এর লাপ্টপ এর দাম অনেক বেশি। পার্থক্য টা কি? ডেল এর ল্যাপ্টপ এ কোর আই ফাইভ প্রোসেসর থাকার পরেও তার দাম ১ লাখ টাকার মধ্যে অথচ ম্যাক বুক এ কোর টু ডুয়ো এর প্রসেসর সেই দিক দিয়ে তো ডেল এর ল্যাপ্টপ টাই বেশি ভালো হওয়ার কথা। আবার ম্যাক এ হার্ড ডিস্ক এর জাইগা কম। মেমরী ও কম। সব কিছুই কম কম মনে হচ্ছে। সেই দিক দিয়ে ডেল এর ল্যাপ্টপ যেটা কিনা এক লাখ টাকার মধ্যে তাতে তো অনেক বেশি শুবিধা মনে হচ্ছে। তা হলে দুইটার মধ্যে পার্থক্য টা কি? আর কেনই বা ম্যাক বুক এর ল্যাপ্টপ এর দাম এত বেশি? X(
আর একটা প্রশ্ন আমি ম্যাক বুক এ ম্যাক বাদ দিয়ে উইন্ডোজ এক্সপি বা সেভেন ব্যাবহার করতে পারবো? সেটা কি সেটাপ দেওয়া সহজ হবে?

যারা ব্যাবহার করেছেন বা অভিজ্ঞ তারা একটু হেল্পান। যদিও অনেক বেশি প্রশ্ন করে ফেলেছি তাই সময় পেলে উত্তর গুলো দিয়েন।এবং আমাকে একটু বুঝিয়ে দিয়েন। আপনাদের মন্তব্যের পর আমি ভেবে দেখবো যে কোনটা কেনবো। ডেল এর ল্যাপ্টপ নাকি ম্যাক বুক

অনেকেই ম্যাক এর কথা বলছেন তবে সারা জীবন উইন্ডোজ ব্যাবহার করে এখন ম্যাক অপারেটিং সিস্টেম এ যাওয়ার ইচ্ছে নেই তারপরেও যদি ম্যাকবুক কিনি তা হলে হয় তো উইন্ডোজ আর ম্যাক দুটোই ব্যাবহার করবো। এটা কি সম্ভব?? অবশ্য উইন্ডোজ এর প্রাধান্য টা বেশি পাবে।

শেষে আরও একটি কথা যোগ করলাম। সাধারন ল্যাপ্টপ কিনলে কোনটা কিনবো? বা ম্যাকবুক কিনলে কোন মডেল টা কিনবো? ম্যাকবুক প্রো আর ম্যাকবুক এয়ার এই দুটোর মধ্যে কোনটা কিনলে বেশি ভালো হয়? বা পার্থক্য টা একটু জানাবেন।

Level 0

আমি হৃদয় খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি যত দুর যানি ম্যাকেও windows ইন্সটল করা যায়। এবং খুব বেশী ফাষ্ট কাজ করে। তবে কেন দাম বেশী তারাই জানে, হয়তো ভালো প্রডাক্ট এই জন্য দাম টাও বেশী

Level 0

আপ নি ম্যাক বুক প্র কিনুন। দাম ৯০০০০টাকার মদ্ধ্যে । ম্যাকেও windows ইন্সটল করা যায়। এবং খুব বেশী ফাষ্ট কাজ করে। এটা সত্তি। আর ১টা কথা হছছে -আপ্নি ম্যাক ইউজ করলে এই ল্যাপ্টোপ গুল ভাল লাগবে না। বাংলাদেশে আলোহা সপ হচ্ছে আপেল এর দোকান- তাদের নাম্বার-০১৯১৭৭-৭২৭৭৫৩
যদি কিনেন তবে Macbook Pro কিনবেন। খুবি ভাল জিনিস। এটা গত মাসে এসেছে।

Level 0

Vai ami mac use korsi….. amar akta Friend er……. jotil akta jinis……. akbar use korle…….. r kono laptop e valo lagbe na……. MAC er kono virus nai……, Kono din hang hoy na…… R Sound er kotha nai e bollam……. mac e Windows install kora jay……. bises kore mac er Multi-touch use korle to kono mouse e valo lagbe na……. akta kotha ase….. "Once You Go Mac, You Never Go Back"

    ধন্যবাদ আপনাকে। "Once You Go Mac, You Never Go Back" এই কথা টি আপনি কোনটার জন্য বুঝাচ্ছেন? ম্যাক অপারেটিং সিস্টেম নাকি ম্যাক বুক ল্যাপ্টপ এর কথা বলছেন?

    Level 0

    ami 2 tar kothai bolsi……. macbook / mac pc er defult OS e to mac os…….. mone rakben 2 tar combinetion na hoile kintu hobe na…….

Level 0

ম্যাক অপারেটিং সিস্টেম নাকি ম্যাক বুক ল্যাপ্টপ এর কথা বলছেন?– 2 টাই

ম্যাকবুক এ উইন্ডস ৭ ইন্সটল করলে ম্যাক এর ডিফল্ট সফটওয়্যার চলতে সমস্যা হবে না? যেমন: ওয়েবক্যাম এর সফটওয়্যার কই পাবো যদি ম্যাক ও/এস না থাকে?

বেশ কয়েকদিন আগে আমি আমার বড় ভাইয়ের জন্য ম্যাকবুক এর সন্ধান করেছিলাম। কেউ যদি ৭০০০০ টাকা বাজেটে ব্যান্ড নিউ ম্যকবুক প্রো২০১১ নিতে চান যোগাযোগ করুন আমার সাথে। muntasironline AT gmail DOT com

Level 0

Best OS… Mac X

ভাই ম্যাকবুক প্রো কিনুন, জটিল!!!! আমার বড় ভাইয়ের আছে, USA থেকে আনিয়েছিলো। আসলে অ্যাপল এর প্রত্যেকটা প্রোডাক্টই মাথা খারাপ করা প্রোডাক্ট। আর হ্যা, ম্যাকবুক প্রো তে উইন্ডোজ ইন্সটল করতে পারবেন।

ami macbook pro new kinsi,ai ek week hoilo,jotil jinis,bt soft, game ai gulo market a paoua jai na,download dite hoi,karo kase jodi thaka taile aouaj dien facebook id – [email protected]

Level 0

windows er shob software er e mac version ekhon paoa jacche, so it’s been easy now,
& eta totally virus free, features gulan diffrent,
Graphics quality khub e e marattok,
jara highly professional graphics design er kaz kore tader first choice holo Apple,
ebar ashun dual os e, eti duvabe shomvob,
ekti holo mac er vitorei windows run kora r oporti holo restart er maddhome onno os e jaoa,
prothom tir jonno VMWARE Fusion naame ekti sofware paoa jai ta download kore nite paren,
& second tar jonno boot camp naame ekti software royeche ta download kore nite paren,
shobsheshe MAC er price high howar karon holo for its aluminium body,

Baire mac er golpo r sunaien na.. Lob r samlaite parbona.. Ami gorib manush…. Kobe ekta mac kinbo?????