লিনাক্স ব্যবহারে আগ্রহী। দয়া করে সাহায্যের হাত বাড়ান।

লিনাক্স সমন্ধে অনেক আগে থেকই জানতাম। কিন্ত তা ধোঁয়া-ধোঁয়া। টেকটিউনস-এ এসে অনেক কিছুই জানতে পেরেছি। অনেক ভুল ধারনা কেটেছে। এখন আমি প্রচন্ড ভাবে এটা ব্যবহারের জন্য আগ্রহী হয়ে উঠেছি।

এখানে অনেক বড় ভাইয়ারা আছেন যারা অনেক দিন ধরে লিনাক্স বা উবুন্ত ব্যবহার করছেন। তাদের কাছে সবিনয় নিবেদন এই যে, আমার এই মনের সুপ্ত বাসনা পূরনে আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দিলে এই নাদান বালকটি বড়ই কৃতজ্ঞ হয়।

নিম্নে একটি তালিকার মাধ্যমে আমার চাহিদা এবং সমস্যার কথা তুলে ধরলাম-

১। লিনাক্স বা উবুন্তর কোন রকম কোন সফট্ওয়ার বা সিডি আমার কাছে নাই, বিধায় আমি কোন রকমএক্সপেরিমেন্ট করতে পারছি না। অতএব আমার লিনাক্স বা উবুন্তর সিডি বা সফট্ওয়ার লাগবে।

২। আমি লিনাক্স বা উবুন্ত সম্পর্কে খুব একটা ভালো জানি না, অতএব এ সমন্ধে আমার কর্ণ দ্বয়ের কাছেকিছু "আজাইড়া" পেচাল* পাড়ন লাগবো!

৩। এই গরিব-নাদান-বালকের "মানি-ব্যাগের" অনেক সর্দি-কাসি! অতএব এ বাবদ আমি মনে হয়অর্থ যোগান দিতে পারিবো না*।

পরিশেষে, সমূদ্বয় আলচ্য বিষয় গুলো বিবেচনা সাপেক্ষে আমায় প্রযুক্তির পথে আরো একটু সামনেরদিকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে আকুল আবেদন জানাচ্ছি।

ধন্যবাদ।

Level 2

আমি নীল স্বপ্ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপাতত বলার মত কিছু নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সিডি নাই ? লিঙ্ক নেন http://bn.ibabar.com/ubuntu/linux-iso.html কোন সমস্যা হইলে বাবর ভাইরে জ্বালাইবেন।

লিনাক্স সম্পর্কে আরো জানতে চাইলে অভ্রনীল ভাইরে নক করতে পারেন। তার সবগুলো টিউটরিয়াল মনযোগ দিয়া পড়বেন। http://adnan.quaium.com/blog/category/linux-n-opensource

    ও আচ্ছা, লিনাক্সের ডিস্ট্রোর সিডি আই মিন ঊবুন্তূ আপনি অর্ডারও দিতে পারেন। আসতে আসতে ১ মাস লাগব। এই জন্য বাবর ভাইএর লিঙ্ক দিসি। তাড়াতাড়ি পাইবেন।
    সুমন ভাই লিনাক্স নিয়া কিছু এক্সুসিভ লেখা লেখছিল । খুব সুন্দর লেখা http://iusumon.blogspot.com/
    জামাল ভাইতো লিনাক্সের গুরু ! ওনার ব্লগের সব লেখা গুলা কষ্ট কইরা পইড়েন। http://jamal919.wordpress.com/
    লিনাক্স নিয়া কোন সমস্যা ? প্রশ্ন করতে এই খানে নক করেন http://forum.linux.org.bd/ আপ্নারে সাহায্য করতে এক পায়ে খাঁড়া সবাই।

    কোন সমস্যা হলে আমারে নক করতে পারেন – likewarid @জিমেইল.কম

    লিনাক্সের ডিস্টো চয়েজের ক্ষেত্রে আমি বলব লিনাক্স মিন্ট আগে ইউজ করতে দেখতে । কারন এটা সেটাপের পর গান আর মুভি দেখার জন্য ইন্টারনেট থেকে কোন আপডেট নামাতে হয় না। ফলে যাদের ইন্টারনেট নাই, তারাও খুব সুন্দরভাবে লিনাক্সমিন্ট ইউজ করতে পারে।
    কিন্তু উবুন্টুতে আপডেট নামাইতে হয়।

    Level 2

    মাসপি ভাইজান আপনার মূল্যবান comment-এ বড়ই উপকৃত হইলাম।
    অসংখ্য ধন্যবাদ।

থাকেন কই? ঢাকায় থাকলে হাতে হাতেই দিতে পারব সিডি কোন সমস্যা নেই। মানিব্যাগ নিয়ে চিন্তা না করলেও চলবে।

আপনি যদি ব্রডব্যান্ড ব্যবহার করে থাকেন তাহলে এক কাজ করতে পারেন… রাতের দিকে ডাউনলোড দিয়ে দেখতে পারেন, বিশেষ করে শুক্রবারে! অবশ্য খেয়াল রাখতে হবে কেমন স্পীড পাচ্ছেন, কারণ কম গতিতে ডাউনলোড হলেও ফাইলটা করাপটেড হয়ে যায়। ইন্সটল করার ব্যাপারে নেটে ঘাটাঘাটি করে দেখেন, সব পানির মত সহজ উপায়ে দেয়া আছে… আর সমস্যায় পড়লে আমরা তো আছিই সাথে 🙂

    Level 2

    আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ রাতুল ভাই ।

Level 2

বাবর ভাই আমি থাকি রাজশাহীতে। আপনার সাইট ভিজিট করলাম এইমাত্র। ভাই, আপনি সুন্দরবন, এস.এ পরিবহন এই দুটির যে কোন একটিতে কুরিয়ার করলেই আমি আমার আকাঙখিত লিনাক্স সিডি পাইতে পারি। প্রয়জনে আমায় ফোন করতে পারেন। ০১৭৫১-২৮৮৯৯০
ধন্যবাদ।

আনন্দের কথা, আমাদের দেশেই এখন দুই আইএসপি উবুন্টুর সার্ভারের কাজ করছে। তাই এখান থেকে ডাউনলোড করুন, ভাল স্পীড পাবেনঃ
http://mirrors.ispros.com.bd/ubuntu-release/
নামানোর পর কি করতে হবে তা এখান থেকে দেখুনঃ
http://www.ubuntu.com/download/ubuntu/download
iso ফাইলটা নামানোর পর md5 Hash চেক করতে ভুল বেন নাঃ
https://help.ubuntu.com/community/HowToMD5SUM