লিনাক্স সমন্ধে অনেক আগে থেকই জানতাম। কিন্ত তা ধোঁয়া-ধোঁয়া। টেকটিউনস-এ এসে অনেক কিছুই জানতে পেরেছি। অনেক ভুল ধারনা কেটেছে। এখন আমি প্রচন্ড ভাবে এটা ব্যবহারের জন্য আগ্রহী হয়ে উঠেছি।
এখানে অনেক বড় ভাইয়ারা আছেন যারা অনেক দিন ধরে লিনাক্স বা উবুন্ত ব্যবহার করছেন। তাদের কাছে সবিনয় নিবেদন এই যে, আমার এই মনের সুপ্ত বাসনা পূরনে আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দিলে এই নাদান বালকটি বড়ই কৃতজ্ঞ হয়।
নিম্নে একটি তালিকার মাধ্যমে আমার চাহিদা এবং সমস্যার কথা তুলে ধরলাম-
১। লিনাক্স বা উবুন্তর কোন রকম কোন সফট্ওয়ার বা সিডি আমার কাছে নাই, বিধায় আমি কোন রকমএক্সপেরিমেন্ট করতে পারছি না। অতএব আমার লিনাক্স বা উবুন্তর সিডি বা সফট্ওয়ার লাগবে।
২। আমি লিনাক্স বা উবুন্ত সম্পর্কে খুব একটা ভালো জানি না, অতএব এ সমন্ধে আমার কর্ণ দ্বয়ের কাছেকিছু "আজাইড়া" পেচাল* পাড়ন লাগবো!
৩। এই গরিব-নাদান-বালকের "মানি-ব্যাগের" অনেক সর্দি-কাসি! অতএব এ বাবদ আমি মনে হয়অর্থ যোগান দিতে পারিবো না*।
পরিশেষে, সমূদ্বয় আলচ্য বিষয় গুলো বিবেচনা সাপেক্ষে আমায় প্রযুক্তির পথে আরো একটু সামনেরদিকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে আকুল আবেদন জানাচ্ছি।
ধন্যবাদ।
আমি নীল স্বপ্ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপাতত বলার মত কিছু নাই।
সিডি নাই ? লিঙ্ক নেন http://bn.ibabar.com/ubuntu/linux-iso.html কোন সমস্যা হইলে বাবর ভাইরে জ্বালাইবেন।
লিনাক্স সম্পর্কে আরো জানতে চাইলে অভ্রনীল ভাইরে নক করতে পারেন। তার সবগুলো টিউটরিয়াল মনযোগ দিয়া পড়বেন। http://adnan.quaium.com/blog/category/linux-n-opensource