Cable Player সফটওয়ার এর ফুল ভার্সন চাই

প্রিয় টিঊনার ভাই' গন আপনারা কেউ যদি নিজের ডিশ চ্যানেল চালানোর জন্যে কোন সফটওয়ার এর জানা থাকে যেটার মাধ্যমে নিজস্ব চ্যানেলে, বিভিন্ন খবর অথবা উপরে নিচে title এবং চলন্ত লেখা জুড়ে দেওয়া যায়, দয়া করে এর ফুল ভার্সন ডাওনলোড লিঙ্ক এবং সিরিয়াল কি সহ জানাবেন।

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি hard_worker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগুল এ সার্চ মেরে দেখেন। আমার দরকার কেবল মডেম?

Level 2

টেকটিউনেই দেখুন ১৫ থেকে ২০ দিন আগে এই বিষয়ে টিউন হয়েছে। তবে আমার কাছে Automatic Cable Manager নামে একটা সফট আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

    আমার খুবই প্রয়োজন। দয়া করে ডাউনলোড লিংকটা দিবেন প্লিজ। তবে অবশ্যই ফুল ভার্সন দিয়েন অথবা সিরিয়াল কি সাথে দিয়া দিয়েন।আমার ই-মেইল ঠিকানা== [email protected]

    আমার এই সফটওয়্যারটা খুবই প্রয়োজন। দয়া করে আমার মেইল ঠিকানায় পাঠিয়ে দিবেন।
    [email protected]

    Level 2

    ভাই আপনার কোনটা প্রয়োজন? আপনি এই লিংকটি চেক করুন https://www.techtunes.io/setelite-tv/tune-id/53067/ আর যদি Automatic Cable Manager টি চান তবে কয়েকদিন দেরি করতে হবে কারন এর একটা আপডেটেড ভার্সন পেয়েছি কিন্তু সিরিয়াল বা ক্রাক এখনো পাইনি। সেগুলো আবার আপলোড করতে হবে।

    হিরা ভাই আমার কাসে লিনক আসে। আপনি আমাকে সোফট্বার টা ডেমো দেন।

হিরা ভাই ACM Automatic Cable Manager v10.9 এর ডাউনলোড লিঙ্ক তো দেখি নাই। দয়া করে সফটওয়্যার লিঙ্ক আর ক্র্যাক টা দেন।

    আপনার কাছ থেকে সংগ্রহ করতে হলে ফোন নাম্বার টা দেন।

Level 2

দেরি করার জন্য দুঃক্ষিত। আমাকে পাবেন ০১৭২৭৬৬২৬৮১ নম্বরে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। দয়া করে এই সমেয়র মধ্যে কল করুন। ধন্যবাদ।