টেকগুরুরা এই প্রশ্ন গুলোর উত্তর কি বলতে পারেন??

  • এলার্টপে থেকে চারভাবে টাকা তোলা যায় বলে জানি-১) চেক ২) ক্রেডিট কার্ড ৩) ব্যাংক ট্রান্সফার ৪) ব্যাংক ওয়্যার। কোনটি সর্বোত্তম??
  • এলার্টপে থেকে যে চেক পাঠানো হয় তা কি দাগকাটা চেক নাকি সাধারন চেক?
  • কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুললে ভাল হয়?
  • DBBL - এ অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগে?
  • ক্রেডিট কার্ড এর জন্য কি আলাদা ফি দেয়া লাগে? কত?
  • ''buy adsense account www. incomeusd.com'' এই নামে একজন টিউনার টেকটিউনে ও ওনার নিজের সাইটে বলেছেন তিনি টাকার বিনিময়ে ৪৮ ঘন্টার মধ্যে এডসেন্স একাউন্ট দিতে পারবেন। এবং ব্যান হওয়ার সম্ভাবনা ০%(সন্দেহ লাগলো)। কেউ কি ওনার কাছ থেকে এডসেন্স একাউন্ট কিনেছেন? এটা কি সম্ভব? (আপনারা হ্যা বললে ওনার কাছ থেকে কিনতে পারি)
  • আমার ২টা জিমেইল আইডি দিয়ে ব্লগারে দুইটা একাউন্ট খুলেছিলাম। একটা প্রায় ৪/৫ মাস আগে আরেকটা কয়েকদিন আগে। একটা একাউন্টের কনটেন্ট অন্যটাতে কপিপেস্ট করলে এডসেন্স পেতে কি সমস্যা হবে?
  • পুরোনো ব্লগার একাউন্ট থেকে কনটেন্ট export করার অপশন দেখেছি। আমি যদি পুরোনোটো থেকে নতুনটাতে ইমপোর্ট করি তবে কি নতুন ব্লগের থিম ও ডিজাইনে কোন পরিবর্তন হবে?
  • co./cc/subdomain গুলো কি এডসেন্স support করে?
  • ব্লগারের ব্লগে wp template /customized template/third party template use করলে অ্যাডসেন্স এ কি কোন problem হবে?

Level 0

আমি স্বপ্নবাজ+ jewel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 142 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

''স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখাবো, প্রযুক্তিকে কাজে লাগাবো মানবকল্যাণে।'' বিবিএ পড়ছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অাপনি এলার্ট েপ েথকে টাকা ব্যাংেক না এেন, যারা এলার্টপে ডলার ক্রয় করে তাদের কাছে িবক্রয় করেেত পারেন। এেত অাপনার লাভ হবে। কারণ ব্যাংক টা্রন্সফার এর জন্য একটা িফ িদতে হয়।
অার চাইেল অামার কােছ িবক্রয় করেত পােরন। $১=৭০টাকা।

Level 0

১. আপনি অনলাইনে একজনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে হাতে হাতে টাকা নিন। আপনার ব্যাংক ফি বাচবে।
৩. ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন।
৪. DBBL এ অ্যাকাউন্ট খুলতে ৫০০৳ লাগে।

আপনার যদি ভাল মনে হয় তবে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর আমার জানা মতে অ্যাকাউন্ট ব্যান হওয়া সম্পর্কে কেউ গ্যারান্টি দিতে পারবেন না।
ব্লগার অ্যাকাউন্ট এ ব্লগ ট্রান্সফার করেও কাজ টি করতে পারেন। কপি পেস্টের কোন দরকার নাই।

আপনার টিউনটি সাহায্য বিভাগে স্থানান্তর করা হল।
যেকোন প্রকার সাহায্যের জন্য দয়া করে "সাহায্য/জিজ্ঞাসা" বিভাগে টিউন করুন।

আমার ২টা জিমেইল আইডি দিয়ে ব্লগারে দুইটা একাউন্ট খুলেছিলাম। একটা প্রায় ৪/৫ মাস আগে আরেকটা কয়েকদিন আগে। একটা একাউন্টের কনটেন্ট অন্যটাতে কপিপেস্ট করলে এডসেন্স পেতে কি সমস্যা হবে?

— সমস্যা হতে পারে।আপনি যদি একটা ডিলিট করে অন্যটি তে আগেরটার কন্টেন্ট কপি-পেষ্ট করেন তাহলে সমস্যা হবে না।

পুরোনো ব্লগার একাউন্ট থেকে কনটেন্ট export করার অপশন দেখেছি। আমি যদি পুরোনোটো থেকে নতুনটাতে ইমপোর্ট করি তবে কি নতুন ব্লগের থিম ও ডিজাইনে কোন পরিবর্তন হবে?

— হবে না।শুধুমাত্র পোস্টগুলো আনপাব্লিশড অবস্থায় দেখাবে।

co./cc/subdomain গুলো কি এডসেন্স support করে?

–করে।

ব্লগারের ব্লগে wp template /customized template/third party template use করলে অ্যাডসেন্স এ কি কোন problem হবে?

— না সমস্যা হবে না।