ওয়েব ডেভেলপাররা, হেল্প প্লিজ

আমি একজন নতুন ওয়েব ডিজাইনার। আমি একটি ফ্রি ডোমেইন নেম রেজিষ্ট্রেশন করতে চাচ্ছি।co.cc, cz.cc ও .tk ডোমেইন ছাড়া আর কোনো ভাল ফ্রি ডোমেইন আছে কিনা? .tk ডোমেইনটি কতদিনের জন্য পাওয়া যায়? ১/২ বছর নাকি আনলিমিটেড টাইম এর জন্য? .tk কী টপ লেভেল ডোমেইন ধরা হয়?

Level 0

আমি অমিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগলের হিসেবে .tk এখনো টপলেভেল ডোমেইন। এটা দিয়ে এখনো এডসেন্স এপ্লাই করা যায়।
কিন্তু সমস্যা হলো .tk পুরা খাইষ্টা জিনিস। এরা সাইট জনপ্রিয় হলেই ডোমেইন ক্যান্সেল করে দেয়।
.cz.cc রেজিস্টার না করাই ভাল। ফেসবুক এটাকে স্প্যাম হিসেবে কাউন্ট করে। সবচেয়ে রিলায়েবল .co.cc এছাড়া .co.tv আছে। এরকম আরও অনেক ডোমেইনই আছে ফ্রী পাওয়া যায়।
আর ১০০% রিলায়েবল চাইলে কমদামে একটা টপলেভেল কিনে ফেলেন। 🙂

    কত কম দামে? বাংলাদেশ থেকে কিনলে ৭০০ টাকার নিচে নাই। এর থেকে কম আপনার জানা থাকলে একটু জানান।

    ইন্টারন্যাশনাল মার্কেটেই রেগুলার প্রাইস কমবেশি ১০ ডলার। দেশি রেজিস্টাররা আর কত কমে দিবে? আর আমি এর চেয়ে কমে কেনার পক্ষপাতীও না। যারা কমে দেবে তাদের মাঝেই ঘাপলা থাকার সম্ভবনা বাড়তে থাকে।
    যেমন দেশে আরফিটেক অনেক কমে ডোমেইন সেল করে। ৪০০-৫০০ টাকার মাঝে। কিন্তু ওদের যে ব্যাড রেকর্ডগুলা আছে সেগুলা আর বলার না।

বাবর ভাইয়ার সাথে আমি একমত । .tk টপলেভেল ডোমেইন হলেও এর কিছু সমস্যা আছে । আপনার সাইট জনপ্রিয় হলে দেখা যাবে আপনার সাইট ওরা ডিলিট করে দিবে অথবা প্রয়জনের সময় DNS ও পরিবরতন করতে পারবেন না । তবে co.cc ভাল । এবং সবচেয়ে ভাল হয় নিজের ডোমেইন নিয়ে নিলে । আর এখন অনেক কম দামে ৫০০ এর মধ্যে ও ডোমেইন নেইম পাওয়া যায় । তবে নতুনদের জন্য co.cc ভালো । আপনার জন্য শুভকামনা রইল 🙂

তবে অবশ্যই নিজে ডোমেইন কিনবেন। কারো থেকে কিনবেন না। godaddy.com আর ব্লগার রা blogger.com থেকে কিনবেন। আমি নিজে ধরা খাইছি, তাই সবাইকে সাবধান করলাম। ভুলেও ওয়েব হস্টিং এবং ডোমেইন ব্যাবসায়ী দের ধারে কাছেও যাবেন না। বাটপারদের থেকে কিনলে ! ট্রান্সফার, বিক্রি অথবা রেন্যু করতে হলে ওদের কাছেই আজীবন বন্দী থাকতে হবে।

    গোড্যাডি যে সবচেয়ে বড় বাটপার এটা নিশ্চয়ই জানেন? রিয়া আপুর একটা পোস্ট ছিল, ব্লগটা বন্ধ নাহলে রেফারেন্স দিতে পারতাম। দেশেও অনেক ভাল রেজিস্টার আছে। আসল সমস্যা শুরু হয় তখন যখন আমরা কমদামে ডোমেইন খুজতে যাই। তাই বাটপারগুলা ৩০০-৪০০ টাকায় ডোমেইন অফার করে। আমরাও আগপিছ চিন্তা না করেই কিনে ফেলি। একটুও চিন্তা করি না যে যেখানে আইকানের থেকেই একটা ডটকম ডোমেইনের নূনতম দাম ৭ ডলারের উপরে নির্ধারণ করা তখন কিবাবে একটা রেজিস্টার এত কমে ডোমেইন অফার করে?
    দেশেও অনেকে সুনামের সাথে সার্ভিস দিচ্ছে, যাদের কোন ব্যাড রেকর্ড নাই। আসল কথা হল মানুষ চেনা। মানুষ ঠিকমত চিনতে পারলেই আর কোন সমস্যা নাই।

    বাবর ভাই অনলাইন থেকে কেনার সবচেয়ে ভাল সাইট কোনটা? গোড্যাডি এর কথা ত ভালই শুনেছিলাম…

    http://www.internet.bs এখান থেকে কিনলাম, $7.49 নিল। নির্ভরযোগ্য।

    অনলাইন থেকে কেনার জন্য আমার পছন্দ নেমচীপ। ওদের দামটা একটু বেশী তবে সার্ভিস ভাল। রেগুলার প্রাইস ১০ ডলার। আইকান চার্জ সহ 10.18 ডলার। তবে মান্থলি কুপনগুলা দিলে 9.28 ডলারে নেমে আসে সব চার্জ সহ। সাথে হুইজ গার্ড এবং কমোডো এসএসএল ফ্রী পাবেন। আর আরও ভাল কোন কুপন পেলেতে কোন কথাই নাই। অবশ্য আমার হাতে যদি ওই রকম পয়সা থাকতো তবে eNom থেকে একটা রিসেলার প্ল্যান নিতাম। 😉
    @ পলাশ ভাই,‌
    ইন্টারনেট বিজ থেকে আমিও নিতে চেয়েছিলাম। আমার দেখা মতে ওখানেই সবচেয়ে কম দাম। কিন্তু ঘাপলা আছে। আমি হিসাব মিলাইতে পারি নাই। আমার হিসাবটা দেখেন। ডটকম ডোমেইনের আইকান প্রাইস 7.35 ডলার। তারপর ওরা যদি পেপালে পেমেন্ট নেয় তাহলে আরও কিছু চার্জ দিতে হবে। সাথে আইকানের চার্জ আছে 0.18 ডলার। ওরা 7.35 ডলার দিয়ে কিনে এই চার্জ গুলা দিয়ে তারপরও কিভাবে 7.49 ডলারে সেল করে? এই হিসাবটা আমি এখনো মিলাইতে পারিনাই। এজন্যই ওই সাইট থেকে পিছিয়ে এসেছি।

    হমম, রেফারেন্সটা পেয়েছি। এটা পড়ে দেখুনঃ http://bn.ria8.me.uk/2010/09/godaddycom-domain-registrar-review.html
    গোড্যাডি যে কত ভাল মানুষ তা এটা পড়লেই বুঝতে পারবেন।

Level 0

আমি 4 years আরফিটেক থেকে ডোমেইন কিনি , এখন দিচ্ছে 650 টাকায় । আগে 499 & 550 টাকা ছিল কন্ট্রোল প্যানেল সহ এখন পযর্ন্ত কোন সমস্যা পাইনি visit : http://www.arfitech.com