দয়া করে সাহায্য চাই

আমার অফিস এ আমি একটা এক্সেল ফাইল এ কায করছিলাম।যথারীতি কায শেষ করে বাড়ী যাই, কিন্তু পরের দিন এসে দেখি ফাইল টা ওপেন হচ্ছেনা।

ফাইলটি আমার অফিস এর অন্য মেশিন এ সেভ করা ছিলো আর আমি নেটওয়ার্কের মাধ্যমে কায করতাম। এটা ওয়ার্ড ২০০৭ এ করা.

প্লিজ কেঊ সাহায্যের হাত বারান।

ফাইলটি ০ কে.বি দেখাচ্ছে আমি উপলোড করে দিলাম।

Damaged File : https://www.yousendit.com/download/T2pGZFhseWFkMnRFQlE9PQ   (0KB)

ভাইয়েরা আমি রিকভার করেছি .xlsx recovery software এর দ্বারা কিন্তু এখন ও ফাইলটা ওপেন হচ্ছেনা।

কিন্তু ফাইল সাইজ ফিরে এসেছে। এবং সফটওয়ারে লেখাও ছিলো যে ,  The file has recovered successfully.

After Repaired by .xlsx recovery software :

https://www.yousendit.com/download/T2pGQndONEhCSm8wTVE9PQ  (422Bytes)

Level 0

আমি --রাফি--। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ফাইল টি কেউ হয়তো মুছে দিয়েছে। একটি ব্লাঙ্ক এক্সেল ফাইল ও কখনো ০ বাইট হয় না। আপনার ফাইল টির মধ্যে এক্সেল র কোনো content নেই।

কয়েকটি কারণে তা হতে পারে-
১.আপনি হয়তোবা ফাইলটিকে সেভ করতে ভুলে গেছেন।
২.কোন কারণে ফাইলটি করাপ্টেড হয়ে গেছে।
৩.ভাইরাসের ফলে ফাইলটি নষ্ট হয়ে গেছে অথবা আপনার আসল ফাইল ভাইরাস লুকিয়ে রেখে ব্ল্যাঙ্ক ফাইল শো করছে।
৪.কেউ ডিলেট করে দিয়েছে।
৫.হারডডিস্কের যে স্থানে ফাইল সেভ হয়েছে, সেখানে করাপশন বা ঝামেলা আছে…

আমি রিকভার করেছি .xlsx recovery software এর দ্বারা কিন্তু এখন ও ফাইলটা ওপেন হচ্ছেনা।

কিন্তু ফাইল সাইজ ফিরে এসেছে। এবং সফটওয়ারে লেখাও ছিলো যে , The file has recovered successfully.

এটার কি কনোও সমাধান নেই??

বুচ্ছি আবার শুরু থেকে করতে হবে…কিন্তু আমি ও চেষ্টা করেই যাব….