নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্ট্যাল করতে পারছি না

আমি প্রথম বারের ওয়ার্ডপ্রেস ইনস্ট্যাল ডিলিট করে নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্ট্যাল করার সময় খেয়াল করলাম public_html এর মধ্য থেকে wp-cron.php ফাইল টাকে কিছুতেই সরাতে পারছি না। কোনভাবে পারমিশন  চেঞ্জ করতে গেলে মেসেজ আসছে FileOp Failure on: /home/xxxxxxxx/public_html/wp-cron.php: Operation not permitted  টেকটিউনস এর কোন ভাই কি এ আপদটাকে সরানোর উপায় বলে দিয়ে উপকার করবেন?

Level 3

আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাইলজিলা দিয়ে ট্রাই করেন।

বাবর ভাইয়ের কথামত আরেকবার ফাইলজিলা বা অন্য যেকোনো এফটিপি সফট দিয়ে কাজ করুন, হলে তো হলই, আর যদি না হয় তবে পুরোপুরিভাবে সব ডিলিট করে ফ্যান্টাস্টিকো দিয়ে ট্রায় করেন, আশা করি সমাধান পাবেন।