সিডি ডিভিডি রাইটিং সম্পর্কে জানতে চাই।

আমার কাছে বিয়ের দুইটা সিডী ক্যাসেট আছে ।এখন আমি এই দুইটাকে একটা ডিভিডীতে রাইট করতে চাই। আমার কম্পিউটারে নিরো৭ ইন্সটল আছে।এখন আমাকে কি ভাবে ২টা সিডী থেকে ১টা ডিভিডীতে রাইট করতে হবে।আশা করি কেউ পরামর্শ দিয়ে সাহায্য করবেন। সিডী থেকে সিডী রাইট করতে পারি।

Level 0

আমি আউয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদি পিসিতে নতুন ডিভিডি ইউজ করতে চান তাহলে একেবারে সোজা। দুইটা সিডির সব ফাইল কপি করে হার্ডডস্কে রাখেন। এবার এই ফাইল গুলো ডিভিডিতে রাইট করলেই তো কাহীনি খতম !
প্রবাসী ভাইএর একটা ashomppo নামে ডিভিডি রাইট করার সফট আছে। ঐটা থেকে রাইট করতে আমার সোজা লাগে। নিরো কঠিন !

Level 0

যদি DVD Player এ দেখতে চান তাহলে আপনাকে DVD Authoring Software (যেমন DVDStyler) ব্যবহার করার পরামর্শ দেব। এর মাধ্যমে DVD Player এ চালানোর উপযোগী DVD Disc এর ISO বানিয়ে, তারপর সেটা যেকোনো বার্নার দিয়ে বার্ন করলেই হবে।

আচ্ছা আমি দুইটাকে কপি করে কম্পিউটারে হার্ড ডিস্কে রেখে, সেইখান থেকে নিরো দিয়ে ডিভিডীতে রাইট করলে পরে ইহা যেই কোন ডিভিডি প্লেয়ার এ চলবে কিনা।