মোবাইল কিনবো(সাহায্যে চাই)

১টা মোবাইল কিনবো কিন্তু বুঝতেছি না কোনটা কিনবো।মোবাইলটা মূলত কিনবো নেট ব্রাউজ করার জন্য।২টা সিলেক্ট করেছি Nokia 5233 এবং Samsung C3510 Genoa।এখন ব্লগার ভাইয়েরা আপনারা বুদ্ধি দেন নেট ব্রাউজ করার জন্য কোন সেট টা ভালো হবে।

২টা সেটের রিভিউ দিলাম,আপনারা দেখে ১টা পরামর্শ দিবেন,এই আশা করি।
Nokia 5233

Samsung C3510 Genoa

Level 0

আমি অর্নব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বৃষ্টিতে ভিঝি আগুনে পুড়ি ...........জীবন যেন এক সূতো কাটা ঘুড়ি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apni music lover hole samsung nin, ar application lover hole nokia nin.

Eae 2tar moddhe nokia ta nete paren karon nokiata gprs class 32,edge class 32.mane net use korar jonno fatafati.r samsungta gprs class 10,edge class 10 mane slow internet.r sobche valo hobe jodi pc te use koren tobe mobidata modem.valo takben r kenar por janaben ke holo

বাজেট কত? নোকিয়া ৫২৩৩ ভালোই তবে আমি সেট কিনলে হয় একেবারে সিম্পল যেমন এখন নোকিয়া১২০০ ব্যবহার করছি তেমনি ভালো কিনলে Bluetooth, Wi-Fi, Edge Class-32, Minimum 3.2 Mp Camera, GPS (Must Be), Front Camera ইত্যাদি দেখেশুনে কিনি। যেমন কদিন আগেও Nokia 5800 ব্যাবহার করলাম। এর আগে N79, N95, N73 ইত্যাদি ব্যবহার করেছি। ইন্টারনেট ব্যবহার করতে হলে Edge Class দেখে কিনুন। এখন 32 বেশি Available

অবশ্যই স্যামসং নিন। আমি স্যামসং স্টার ব্যবহার করি। সাউন্ড কোয়ালিটি, ফিচার, এপ্লিকেশন এরর কম মোটামুটি স্যামসং সুপার ডুপার সেট এখন। আর পাশাপাশি নকিয়া ব্যবহার করি কিন্তু সমস্যা হলো সব নকিয়া এখন মেইড বাই চায়না তাই কোয়ালিটি ফালতু। আপনি দুটো সেটের ফিচার না দেখে বাস্তবে দুটোর পার্থক্য দেখুন তাহলে বুঝতে পারবেন কোন দুধে পানি আছে আর কোন দুধে পানি নাই। আপনার মোবাইল সেট কেনা সার্থক হউক।

সবাইকে অনেক ধন্যবাদ ভাই,আপনাদের গুরুত্বপূর্ন মন্তব্য দেওয়ার জন্য।

অর্ণব ভাই, আমি দুইটা সেটই ইউজ করতাম, এখন ইউজ করি HTC Desire. স্যামসাং জেনোয়ার চেয়ে নোকিয়া ৫২৩৩ সব মিলিয়ে ভাল সেট। স্যামসাং এর মিউজিক যদিও অনেক ভাল। ব্রাউজিং এ আমি কাউকেই এগিয়ে রাখবো না, তবে ইন্টারনেট ইউজ করার একটি বড় দিক হচ্ছে আ্যাপ্লিকেশন। Symbian OS v9.4, Series 60 rel. 5 অপারেটিং সিস্টেম হওয়ার কারনে নোকিয়ার আ্যাপ্লিকেশন বেইজ অনেক বড় এবং ভাল, যেখানে জেনোয়ার কোনো অপারেটিং সিস্টেম নাই। ফলে আ্যাপ্লিকেশন খুবই কম আর ইন্টারনাল মেমরী কম হওয়ার কারনে খুব একটা বেশী ইনষ্টল করাও যায় না। তবে সত্যিই যদি টপক্লাস নেট ব্রাউজ এক্সপেরিয়েন্স নিতে চান আর পকেটের সংগতি থাকে তবে আ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোন সেট কিনুন। আপনার মোবাইল নেট ব্রাউজ সম্বন্ধে ধারনাই পাল্টে যাবে। আমার যেমন গেছে। 😀
ভাল থাকবেন।

ধন্যবাদ সাইফ ভাই।HTC Desire price কত?

ব্র্যান্ড নিউ পড়বে ৩২০০০-৩৩০০০ টাকার মত। cellbazaar.com বা clickbd.com এ একটু খুঁজলে ২৪০০০-২৭০০০ টাকার মধ্যে পাওয়া যেতে পারে।