হেল্প চাই। কারো জানা থাকলে বলবেন। আপনারো উপকার হতে পারে।

শুরুতেই সবাইকে আমার সালাম । আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

আমি ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে অনেকবার http://newsdaily7.com/app/?&t202id=&t202kw=&match=&c3= এই সাইটটি চোখে পড়ে। কিন্তু এই সাইটটি দেখে আমার কাছে অবিস্বাশ্য মনে হয়। এত টাকা কিভাবে

উপার্জন করা সম্ভব। টেকটিউনারদের কাছে আমার প্রশ্ন যদি কেউ এই সাইটটি নিয়ে গবেষনা করে থাকেন তাহলে আমাকে জানাবেন।

আমি খুব ভাল বাংলা লিখতে পারিনা। তাই ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি aclomac। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাময়িকভাবে ফেক এবং ভুয়া একটি সাইট, তাদের কথা সত্যি হলে, দুনিয়ার হাজার হাজার বেকার মায়েরা কোটিপতি হয়ে যাবে।

    গূগোল এডসেন্স আমিও ইউজ করি, আরো অনেকেই ইউজ করে, এডসেন্স ইউজ করে আয় করা সম্ভব কিন্তু কখোনোই এতো না, যদি এতো আয় করতে হয় তবে আপনাকে কম করে হলেও ১৫-২০ টি ওয়েবসাইট বা ব্লগ লাগবে। (সবগুলো হাই ট্রাফিক সহ হতে হবে।)

Level 0

আসলে ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে এই সাইটটি নিয়ে কেউ experiment চালিয়েছে কিনা। Whatever Comment এর জন্য ধন্যবাদ।