ডোমেইন কিনব কিন্ত কোন ব্যাংক একাউন্ট,ক্রেডিট নেই।কি করা যায়?

সবাইকে সালাম।একটা ডোমেইন কিনতাম এছাড়াও আনলাইনে কিছু সফটওয়ার ওইটা সেইটা কিনতে
হবে কিন্ত কোন ধরনের ব্যাংক একাউন্ট,ক্রেডিট বা ডেবিট কার্ড নেই আমার কাছে।তাই আপনারা
যারা অনলাইনে এরকম কিনেছেন তারা একটু হেল্প করেন কি করা যায়।
একটা ঠিকানা পেলাম যে পেপালবিডি এখানে রেজিস্ট্রেশন করে নাকি কিভাবে যেন কেনাকাটার কাজটা সারা যাবে ওরা মনে হয়
আমার এখানের যে ব্যাংক একাউন্ট থাকবে ওটা থেকে টাকা কেটে নিবে ১০% আবার ওদেরও দিতে
হবে মনে হয় কি যানি কেউ এটা ব্যাবহার করে থাকলে রিভিউ দিবেন কারন এটলিস্ট একটা উপায়
তো হবে।আর অন্য কোন এমন ব্যাংক থাকলে বলবেন যেখানে একাউন্ট করলে কার্ড পাবার পর
অনলাইনে ব্যাবহার করা যায় তবে ক্রেডিট কার্ড তো সম্ভব না আমি এখনও স্টুডেন্ট অল্প টাকার
মধ্যই হলে ভাল:)।বানান বা লাইন ভুল লিখলে বইলেন।

ধন্যবাদ।

Level 0

আমি logicunit। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি চাইলে পেওনীয়ার থেকে ফ্রীতেই মাস্টার কার্ড ইস্যু করতে পারবেন।
আর ডোমেইনের ব্যাপারে হয়তো সাহায্য করতে পারবো। মনে চাইলে মেইল করতে পারেন। আমার মেইল ঠিকানাঃ alamin(@)ibabar(.)com
জিটক বা এমএসএন মেসেঞ্জারেও এড করতে পারেন। আইডিঃ alamin(@)ibabar(.)com
শুভকামনা রইল।

    Level 0

    পেওনীয়ার থেকে কিভাবে ফ্রীতে মাস্টার কার্ড ইস্যু করব যদি বলতেন।আর জিটকে এড করে নিব।

    যেকোন ফ্রীল্যান্সিং সাইটে রেজিস্টার করেই আপনি মাস্টারকার্ড ইস্যু করতে পারবেন। যেমন ওডেস্ক। ওডেস্কে রেজিস্টার করে পেমেন্ট অপশন চেক করুন। তাহলেই পেয়ে যাবেন। তবে সমস্যা হলো কার্ড আসতে প্রায় মাস খানেক সময় লেগে যায়।

কিচ্ছু থাকার দরকার নেই। আমাকে কল করুন ০১৬১৫২৪২৫১৬। গুগল টক [email protected]

    Level 0

    ও আচ্চা…নম্বরটা সেইভ করে নিলাম আর জ়িটকে এড করে নিব।

আপনি বাবর ভাইয়ের সাথে যোগাযোগ করুন।

Dhakadomain e jogajog koren