আমি উবুন্টু এর সাইট থেকে উবুন্টু ১০.১০ ডেস্কটপ ISO নামিয়ে কয়েকবার সেটআপ করেছি। কিন্তু ISO টি ডিলিট হয়ে যায়। পরে একটি সাইট থেকে উবুন্টু ১০.১০ ডেস্কটপ ISO টি নামাই এতে ইন্সটল হতো না এরর দেখাত। ইউবি, ইউএসবি ক্রিয়াটর সবাই এরর দেখাত। পরে আমি কুবুন্টু এর সাইট থেকে কুবুন্টু ১০.১০ ডেস্কটপ ISO নামাই। এটা দিয়ে ইউবি, ইউএসবি ক্রিয়াটর কোন এরর দেখায় না। কিন্তু সমস্যা হয় সেটআপ এ ইনপুট আউটপুট এরর ৫ দেখায়। অথচ ডেমো মানে সিডি থেকে ঠিকই চালানো যায়! 🙁
বিশেষ দ্রবষ্টঃ
।-কোন ডাউনলোডেই আমি পজ বা স্টপ করিনি স্মুথলি ডাউনলোড হয়েছে কোন এরর নাই। (তবে যে উবুন্টু ১০.১০ ডেস্কটপ ISO চলেছে সেটাতে ব্যাপক স্টপ আছে 😀 )
।-কুবুন্টু ইন্সটলের মিনিমাম রিকোয়েরমেন্টস আমার আছে।
।-আমি সেটআপ দিতে পারি। আগেও দিয়েছি। পার্টিশন, সোয়াপ সবই পারি।
।- নানা ভাবে বার্ন করে দেখেছি
আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়
উবুন্টু ইন্সটলের জন্য — আপনি ইউএসবি ডিভাইসের মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন . . . . . . এজন্য আপনি ইউনিভার্সাল ইউএসবি ইন্সটলার (Universal-USB-Installer-1.8.1.5.exe ) ব্যবহার করতে পারেন তবে এর লেটেস্ট ভার্শন -এ মনে হয় একটু সমস্যা আছে . . . . . . আপনি ১.৮.১.৫ ভার্শনটি ব্যবহার করে বুটেবল পেন্ড্রাইভ বানিয়ে দেখতে পারেন কাজ হয় কিনা . . . . . . তাও যদি না হয় তাহলে মনে হয় আবার ডাউনলোড করতে হবে . . . . .