আরে আজ কোন কুক্ষনে যে ডিভিডি রাইটার দিয়ে ডিভিডি রাইট করতে গিয়েছিলাম........
যাহোক ডিভিডি রাইট করতে দেবার পর ডিভিডি তো রাইট হলোইনা উল্টা কোনো সিডি-ডিভিডি রিড-রাইট দোনোটাই করা বন্ধ করে দিয়েছে বোকাটা।
লেন্স ঠিক আছে। খুলে পরিস্কার করার পরও ঠিক হয়নি। সমস্যা অনখানে। মনে হয় আমি রাইট করার সময় "Use as USB Drive" অপশনটা দিয়েছিলাম বলে এমন হয়েছে। তারপর তা ফরম্যাট হওয়া শুরু হয়। হতেই থাকে হতেই থাকে। শেষ হয়না। ক্যানসেল করার পর দেখি সব রিড করা বন্ধ করে দিয়েছ।
সাহায্য করুন।
দয়া করে সাহায্য করুন 🙁
আমি মেরাজ০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 349 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একাধারে গেমার, টেক টিউনার, মেকানিক, গেমার, গেমার, ফোরামার, গ্রাফিক্স ডিজাইনার, গেমার, গেমার, চ্যাটার, মুভি ওয়াচার....................
কিভাবে বুঝলেন যে ,লেন্স ঠিক আছে ??