জানতে চাই।জানতে চাই।

ট্রায়াল ভার্সন ও ডেমো ভার্সন এর মধ্যে প্রার্থক্য কি। বিষয় দুটি ক্লিয়ার করবেন কেউ। যদি কোন প্রার্থক্য না থাকে তাহলে দুটি দুই ভাবে উল্ল্যেখ করে কেন।

 দুইটার কি ব্যবহার করার সময়  নির্দিষ্ট করা থাকে ।আশা করি বিষয়গুলি কেউ ক্লিয়ার করবে।

Level 0

আমি আউয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডেমো ভার্সন এ সাধারনত ফিচারের লিমিটেশন থাকে।
আর ট্রায়াল ভার্সন এ থাকে সময়ের লিমিটেশন।

Level 0

Trial Vition e apnake kichu diner joono ponno ta bebohar korar jonno deya hoy ar demo version e instantly poono ta dekhar joono deya hoy. asa kore buja geche jinista

ট্রায়াল টা বুজলাম। কিন্তু ডেমো ভার্সন এ ফিচারের লিমিটেশন বলতে কি বুজিয়েছেন। এইটা আমি কতদিন ব্যাবহার করতে পারবো।

তাহলে বিস্তারিত বলছি: একটা সফটওয়ার সাধারণত চার ভাবে বণ্টন হতে পারে।
তা হল:
১. ফ্রি-ওয়ার
২. শেয়ারওয়ার‌
৩. ডেমো-ওয়ার
৪. ট্রায়াল/ ইভেলুয়েশন

১. ফ্রি-ওয়ার: এটি আপনি সহজে ইন্টারনেট থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারেন এবং এটির বণ্টনে কোন প্রকার বাধা নিষেধ নাই।

২. শেয়ারওয়ার: এ টার্মে আপনাকে সফটওয়ারের এক কপি কিনতে হবে এবং তা xসংখ্যক ব্যক্তির নিকট বণ্টন করতে পারবেন।(ইহা প্রকৃত লাইসেন্স চুক্তি দ্বারা সীমাবদ্ধ করা,আপনি ফটওয়ারটি কতজনকে বণ্টন করতে পারবেন)

৩. ডেমো-ওয়ার: এই প্রক্রিয়ায় মূল প্রোগ্রামটির ফিচারসমূহের কর্তন করা হয়। যেমন, প্রোগ্রামটি আপনাকে প্রজেক্ট ওয়ার্ক টা সেভ করতে দিবে নাহ্‌, সেভ করতে দিলেও ওয়াটার-মার্ক লাগিয়ে দিবে হয়ত সফটওয়ারটির অপরিহার্য টুলস্‌গুলো ব্যবহার করতে দিবে নাহ, বিবিধ…

৪. ট্রায়াল/ ইভেলুয়েশন: এই প্রক্রিয়ায় সফটওয়ারটি আপনাকে প্রোগ্রামটি স্বল্পসময়ের জন্য ব্যবহার করতে দিবে।