আমি আউয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Trial Vition e apnake kichu diner joono ponno ta bebohar korar jonno deya hoy ar demo version e instantly poono ta dekhar joono deya hoy. asa kore buja geche jinista
তাহলে বিস্তারিত বলছি: একটা সফটওয়ার সাধারণত চার ভাবে বণ্টন হতে পারে। তা হল: ১. ফ্রি-ওয়ার ২. শেয়ারওয়ার ৩. ডেমো-ওয়ার ৪. ট্রায়াল/ ইভেলুয়েশন
১. ফ্রি-ওয়ার: এটি আপনি সহজে ইন্টারনেট থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারেন এবং এটির বণ্টনে কোন প্রকার বাধা নিষেধ নাই।
২. শেয়ারওয়ার: এ টার্মে আপনাকে সফটওয়ারের এক কপি কিনতে হবে এবং তা xসংখ্যক ব্যক্তির নিকট বণ্টন করতে পারবেন।(ইহা প্রকৃত লাইসেন্স চুক্তি দ্বারা সীমাবদ্ধ করা,আপনি ফটওয়ারটি কতজনকে বণ্টন করতে পারবেন)
৩. ডেমো-ওয়ার: এই প্রক্রিয়ায় মূল প্রোগ্রামটির ফিচারসমূহের কর্তন করা হয়। যেমন, প্রোগ্রামটি আপনাকে প্রজেক্ট ওয়ার্ক টা সেভ করতে দিবে নাহ্, সেভ করতে দিলেও ওয়াটার-মার্ক লাগিয়ে দিবে হয়ত সফটওয়ারটির অপরিহার্য টুলস্গুলো ব্যবহার করতে দিবে নাহ, বিবিধ…
৪. ট্রায়াল/ ইভেলুয়েশন: এই প্রক্রিয়ায় সফটওয়ারটি আপনাকে প্রোগ্রামটি স্বল্পসময়ের জন্য ব্যবহার করতে দিবে।
ডেমো ভার্সন এ সাধারনত ফিচারের লিমিটেশন থাকে।
আর ট্রায়াল ভার্সন এ থাকে সময়ের লিমিটেশন।