আমি গত ছয় মাস ধরে google adsense account চেস্টা করছি কিন্ত বারবার ব্যর্থ হয়েছি । অবশেষে টেক টিউন থেকে পরামর্শ নিয়ে google adsense তৈরী করতে পেরেছি। এ জন্য টেক টিউন কে ধন্যবাদ।
কিনতু google adsense account এ নিচের মত দেখায়
more details click করলে নিচের মত আসে।
সমস্যাটি কিভাবে সমাধান করব প্লীজ জানাবে – সকল টিউনারদের প্রতি আমার আবেদন।
আমি যদি বিভিন্ন সময় বিভিন্ন আইপি থেকে google adsense account log in করি তাহলে কোনো সমস্রা হবে কিনা?
আমার যে সব blog google adsense refuse করেছে সেখানে কি এই google adsense account এর ads দেয়া যাবে কি?
গেলে তা কিভাবে?
আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এডসেন্স বিষয়ে আপনার ভালো ধারণা নেই তা স্ক্রিনশট দেখেই বুঝতে পারছি, আপনি নিজের এডে নিজেই বা অন্যকে দিয়ে ইচ্ছা করে ক্লিক করান, যারা ফলাফল হিসেবে কয়েকদিনের মধ্যেই আপনার একাউন্টটি ব্যান [বাতিল] করে দেয়া হবে। আগে নিজে এডে ক্লিক করা বন্ধ করে একাউন্ট রক্ষা করেন, তারপর পেমেন্ট বিষয়ে নজর দেন, আপনার সমস্যার সমাধান দেয়া ব্যাপার না, কিন্তু আপনি যা করেছেন তাতে ঐ সমস্যা আরে থাকার কথা না, কয়েকদিনের মধ্যেই আপনি ব্যান হবেন।