google adsence বিষয়ে সাহায্য চাই

আমি গত ছয় মাস ধরে  google adsense account চেস্টা করছি কিন্ত বারবার ব্যর্থ হয়েছি । অবশেষে টেক টিউন থেকে পরামর্শ নিয়ে google adsense তৈরী করতে পেরেছি। এ জন্য টেক টিউন কে ধন্যবাদ।

কিনতু  google adsense account এ নিচের মত দেখায়

google adsense

more details  click করলে নিচের মত আসে।

google adsense 2

সমস্যাটি কিভাবে সমাধান করব প্লীজ জানাবে – সকল টিউনারদের প্রতি আমার আবেদন।

আমি যদি বিভিন্ন সময় বিভিন্ন আইপি থেকে google adsense account log in করি তাহলে কোনো সমস্রা হবে কিনা?

আমার যে সব blog google adsense refuse করেছে সেখানে কি ‍এই google adsense account এর ads দেয়া যাবে কি?

গেলে তা কিভাবে?

Level 0

আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এডসেন্স বিষয়ে আপনার ভালো ধারণা নেই তা স্ক্রিনশট দেখেই বুঝতে পারছি, আপনি নিজের এডে নিজেই বা অন্যকে দিয়ে ইচ্ছা করে ক্লিক করান, যারা ফলাফল হিসেবে কয়েকদিনের মধ্যেই আপনার একাউন্টটি ব্যান [বাতিল] করে দেয়া হবে। আগে নিজে এডে ক্লিক করা বন্ধ করে একাউন্ট রক্ষা করেন, তারপর পেমেন্ট বিষয়ে নজর দেন, আপনার সমস্যার সমাধান দেয়া ব্যাপার না, কিন্তু আপনি যা করেছেন তাতে ঐ সমস্যা আরে থাকার কথা না, কয়েকদিনের মধ্যেই আপনি ব্যান হবেন।

    ভাই আপনি কি সরাসরি গুগল অ্যাডসেন্স এ গিয়ে অ্যাপ্লাই করেছেন নাকি হাবপেজ কিংবা অন্য কোন ইনডাইরেক্ট উপায়ে করেছেন ?

    উত্তর দিলে খুশি হব 🙂

    সরাসরি গুগল এডসেন্স এ এপ্লাই করেছি 😆 । এ প্রশ্ন কেন?

    Level 0

    comments এর জন্য ধন্যবাদ

    Level 0

    আমি কি অন্য কোন http://www.indyarocks.com/ সাইট থেকে google adsense account খুলে তা আমার বাংলা সাইটে যোগ করতে পারব?

    যেভাবেই এডসেন্স একাউন্ট খুলুন তাতে কোন সমস্যা নেই, তবে আপাতত এডসেন্স বাংলা সাপোর্ট করে না, তাই বাংলা ব্লগে বা ওয়েবসাইটে এডসেন্স যোগ করতে পারবেন না।

verify a form of payment এ যান। সেখান থেকে ঠিকানা ঠিক আছে কিনা দেখে পিন নাম্বারের জন্য অনুরোধ পাঠান। ২০-২৫ দিনের মধ্যে পিন পেয়ে যাবে। তারপর pin enter করে tax information দিলেই হবে। সবচেয়ে ভালো হয় আগে এই বিষয়ে একটা পোস্ট হয়েছে। তা খুঁজে দেখেন। সব বুঝতে পারবেন।
বিভাগ পরিবর্তন করে সাহাজ্য বিভাগে দিন।

    Level 0

    ধন্যবাদ

আমি অবসেসে একাউন্ট করতে পারলাম, কিন্তু ডিজে আরিফ ভাইকে ধন্যবাদ সতরক করার জন্য ।
Click Here To Watch Live Cricket World cup In Low Quality Internet Speed

ভাই আপনি যেভাবে অ্যাকাউন্ট খুলেছেন সেভাবে কি গুগল অ্যাডসেন্স আপ্নার ব্লগ চেক করে নাকি যেখান থেকে খুলেছেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা শুধু আপনার প্রোফাইল চেক করে আর কিছু না ? উত্তর দিলে খুশি হব।

প্রথমে ভেরিফিকেশান এ গিয়ে ফরম পুরণ করে পিন নাম্বার পাঠানোর জন্য অনুরোধ করুন। এরপর ট্যাক্স ইনফরমেশান গুলো সঠিকভাবে দিয়ে পিন নাম্বার এর চিঠি পেলে পিন নাম্বার প্রবেশ করলে একাউন্ট আবার এক্টিভেট হয়ে যাবে। পিন নাম্বার পেতে বেশীদিন অপেক্ষা করতে হয় না।

ডিজে আরিফ ঠিক কথাই বলেছেন।আপনার দেয়া স্ক্রিনশট এ দেখা যাচ্ছে পেইজ ইম্প্রেশান বেশী।এ ভাবে চললে আর কিছু দিনের মধ্যেই একাউন্ট ব্যান করে দিবে।

    Level 0

    সতর্ক করে দেয়ার জন্য ধন্যবাদ

আমি কি একই সাথে দুইটা এডসেন্স একাউন্ট ব্যবহার করতে পারবো?

আমি যদি http://www.indyarocks.com/ থেকে এডসেন্স একাউন্ট নেই সে ক্ষেত্রে পরবর্তিতে আমি কি সরাসরি গুগল থেকে এডসেন্স একাউন্ট পেতে পারি?

    একটি পেলেই তো যথেষ্ট, দুইটার প্রয়োজন কি? বাড়তি ঝামেলা। গুগলের নিয়ম অনুযায়ী আপনি দুটি এডসেন্সে একাউন্টের অধিকারী হতে পারবেন না, কোন ভাবে তারা সেটা ধরে ফেললে দুটি একাউন্টই বাতিল করা হবে।

Level New

সুফি ভাই, বাঁচতে চাইলে এখনি আপনার সাইট থেকে এডসেন্স রিমুভ করে দিন। নিঃসন্দেহে আপনি এদসেন্স একাউন্ট ব্যানের দ্বারপ্রান্তে আছেন। পেজ CTR & RPM ১০ এর উপরে উঠলেই সেটা সন্দেহের দৃষ্টিতে দেখে গুগল। আর আপনার তো!!!!!!!!!!!!!!!!বুঝেই নেন কি হবে!!!
এখন জানতে চাইবেন কি সমস্যা? তাই না? কি যে সমস্যা সেটা জেনে তারপরই এডসেন্সটা যুক্ত করুন। নইলে একাউন্ট ব্যান হবে, আর দোষ দিবেন গুগলের।
আমিও প্রথমে না জেনে একাউন্ট ব্যান খেয়েছিলাম। এখন বুঝি, ঐ সময়ে আমার সাইটে এমন ৪টা অপরাধ ছিল যার পরিনাম একাউন্ট ব্যান।
দয়া করে এ জেনেশুনে তারপর এডসেন্স এড করুন। সফল হবে। আর এই জীবনে যদি পরিচিত বা নিজে নিজের এডে ক্লিক করার ইচ্ছা নিয়ে একাউন্ট খুলে থাকেন তাহলে বলছি- সময় নষ্ট করছেন আপনি।

    Level 0

    ধন্যবাদ। যদি আমার একাউন্টটি band হয়ে যায় তাহলে কি একই নামে আর কোনো একাউন্ট খুলতে পারব?

    SETU vai or bon>>> sory confution 😛 hehe!! btw….
    vai amar shb ok ase!! amar per day 15+ USD ashe!! protidin gor a 3000 visit! ajk ekhon o baje vor 4 ta!! adsense er systm californiar time!! so nw sekhan 2:57 PM Sunday, June 05, 2011 …….. mane 6 june start hbe kal 1PM a!! er e moddhe amr page view
    Page impressions Clicks Page CTR Page eCPM [?] Estimated earnings
    2,776………….. …..16……………0.58% ………………$2.19………………..$6.09
    ebong total CTR 0.47%
    ekhon amar main proshno holo!! ekhane kon bepar ta amk kheyal rakhte hbe amr adsense disable na howar jnno!! and thik thak vabe paymnt pawar jonno??? amar ek boro vai bolsen!! CTR ta kheayal rakhte hbe!!! CTR 1.00% er beshi howa jabe na!!! plzzz amk eta bolen!! amar CTR koto rakha ta safety? r amk r ki dekha lagbe ekhane??? plzz janaben!!!!

    Level New

    সিটি আর ১ রাখতে হবে এটা একটা গড় হিসাব। বিষয়টা আপনার টপিকের উপর নির্ভর করে। এভাবে আরো অনেক বেশিও হতে পারে। আপনি স্টাট কাউন্টারে এক্সিট লিংক এক্টিভিটিতে খেয়াল রাখুন, কারা কতোবার কোথায় ক্লিক করছে সেখান থেকেই জানতে পারবেন।

    Level 3

    চরম লাগলো। PLEASE,give me your mail,kichu screenshot pathabo apnake,r aktu tips diben.

    [email protected]

google adsense somporke onek info ase akhane http://u.bb/6dl

Level 0

ami kisu post ready korechi ekhon blogger na hubpage kontate ba ami jodi duitatei site create kori ek name ba different web URL name diye tahole ki hobe r mane eki post dui site e ek ba different webaddress diye ki kora jabe ai sense je jodi hubpage theke na hoy tahole blogger theke apply korbo pls tuner vaira amak ektu janan mail kore: ba comment reply kore: [email protected]