একটি মতামত চাই সবার কাছ থেকে !

যদিও কোন দিন Tune করার মত দুঃসাহস হয় নাই, তারপরও আমি Techtunes  এ নিয়মিত পাঠক সেই ২০০৮ সাল থেকে । প্রতিদিন ঘুম থেকে উঠে খবরের কাগজের আগে Tectunes এর পাতাটা খুলে দেখি, তা না হলে সকালটা কাটেই না । যাক আমি যে জন্য আজ Tune করা সেটি বলি , Techtunes এ প্রায় দেখি  Photoshop এর উপর বিভিন্ন Tunes হয় । কিন্তু পুরনাঙ্গ tunes কাউকে করতে দেখি নাই, আমার কাছে Photoshop CS4 এর পুরনাঙ্গ video tutorial আছে যা আমি share করতে চাই । এ ব্যাপারে আপনাদের মতামত খুব দরকার। আশা করি আপনাদের মন্তব্য দিয়ে আমাকে সাহায্য করবেন।

Level 0

আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student. I like to earn money from online. Techtunes is my best favorite site.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রকাশ করেন।ধন্যবাদ

মতামত কিসের আবার? করে ফেলুন না ভাই.

ধন্যবাদ রাসেল ও সুমন ভাই ।

Level 0

আগে প্রকাশ করেন। তার পর …. অপেক্ষায় রইলাম কিন্তু।

আপনাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।

করে ফেলুন। এখানে না লিখে আগে হাতে লিখে বা মাইক্রোসফট ওয়ার্ড এ লিখে খসড়া করে দেখুন তাহলে লেখা সুন্দর করে সাজাতে পারবেন।পরে কপি করে এখানে পেস্ট করে লিখবেন। লেখার সময় একবারে নতুনদের কথা চিন্তা করে লিখবেন।

ধন্যবাদ নাইম আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

ফটোশপ শেখার আগ্রহ আমার অনেক দিন থেকে……..আপনে শুরু করেন….আমরা আছি আপনার পাশে….

আপনার techtunes এইটা প্রথম পোষ্ট………………তাই বলি এই পোষ্টেই ফটোশপের ভিডিও লিঙ্কটি এডটি করে দিন……………….স্মরণীয় হয়ে থাকবে আপনার জীবনে…………………….

    ধন্যবাদ আপনাকে । Video tutrial টি part by part আছে । একদম Photoshop এর শুরু থেকে শেষ পর্যন্ত , এমনকি প্রত্যেকটা tools এর use সুন্দর করে বোজানো আছে ।

    তাই আমার সাথে থাকুন all ready upload শুরু করে দিয়েছি ।

Thanks a lot for inspiring me ……..

Level 0

পূর্ণাঙ্গ টিউটোরিয়াল কিভাবে হবে বলেন?কয়জনের শেখার প্রতি আগ্রহ আছে বলেন,এজন্যই তো দেখা যায় টিউটরিয়ালগুলোতে মানুষ ভিজিট করে কম,করলেও কমেন্ট করে না,এমনকি লাইক বা ডিজলাইকও করে না।তাইতো বেশীর ভাগ টিউটরিয়াল ব্লগাররা অসম্পূর্ণ রাখেন।বুঝলাম,কেউ হয়তো কোনো ইংলিশ আর্টিকেল এর অনুবাদ করে টিউটোরিয়াল করেন,কিন্তু যারা নিজেরাই স্ক্রীণ শট নিয়ে নিজে নিজেই টিউটোরিয়াল বানিয়ে অনেক সময় নিয়ে তার লেখাটি আপলোড করেন,তাদেরও কি অন্তত একটা ধন্যবাদ পাওয়ার অধিকার নেই?সবাই এওত অলস হলে কেমনে হবে বলেন,যারা এই সাইটের প্রাণ তারাই যদি কমেন্ট করার ক্ষেত্রে নিষ্প্রাণ থাকেন তাহলে ব্লগারদের লেখার মান ভালো হবে কিভাবে?তারা তো লেখারই উতসাহ পাবেন না।

Level 0

এখনও প্রকাশ করেন নি ………………………………………….অপেক্ষায় আছি।

Mithu আপনি ঠিক বলেছেন । তবে আমি চেষ্টা করব সম্পূর্ণ করতে। বাকিটা আল্লাহ্‌র ইচ্ছা।

Go Ahead……………..

Level 0

Don’t be late

শুধু শেয়ার করুন চিন্তা ভাবনা করা কিসের দরকার ।

Don’t let. quickly published.

আপনি দেখি রাত জেগে ৭খন্ড রামায়ন পড়ে সকালে ঘুমথেকে উঠে বল্লেন সীতা যেন কার বাবা ছিল! কষ্টকরে টিউন করবেন, তাও আবার ভিডিও টিওটিরিয়াল সহ! আরে ভাইয়া মতামত চানকি আবার? জলদি করেন।