আস্সালামু আলাইকু, সম্মানিত টিউনাররা এটা আমার প্রথস টিউন। এবং বুঝতেই পারতেছেন সাহায্য চেয়ে। আমি টেকটিউনস থেকে এক ভাইয়ের টিউন দেখে আইডিএম ডাউনলোড করি। এবং আমার খুব ভালই লাগছে আইডিএম প্রোগ্রামটি কিন্তু সমস্যা হচ্ছে যখনই টেকটিউনসে ঢুকতে চাই তখনই নিচের মত একটি উইন্ডো আসে
দুইবার এই উইন্ডোটি আসে।
এখন আমি কি করতে পারি?
পরামর্শ দিলে কৃতার্থ হব।
আমি gaziripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কিছুদিন আগে আমারও সমস্যা করেছিলো। আপনি আইডিএম এর লেটেস্ট ভার্সনটি ব্যবহার করেন তাহলে এই সমস্যা থাকবে না আশা করি। আর আপনি আইডিএম-এর ডাউনলোড>অপশন> ফাইল টাইপ থেকে অপ্রয়োজনীয় যেমন টেক্সট (txt), ttf, প্রভৃতিগুলো বাদ দিতে পারেন।