আমার সিম্ফনি এক্স ১১০ মোবাইলের জন্য সাহায্য প্রয়োজন

আমার Symphony X110 মোবাইল এর জন্য ভালো রিসোর্স দরকার। যেখাবে সব জাভা সাপোর্টেড ফাইল পাওয়া যাবে যা এই মোবাইলে ভালোভাবে চলবে। কেউ কি সাহায্য করতে পারেন ?

একটি কোয়ার্টি কিবোর্ডের মোবাইলের জন্য জাভা ইংরেজি থেকে ইংরেজি ডিকশনারি প্রয়োজন। আমি যেগুলো পাই তা

কোয়ার্টি কিবোর্ডের জন্য না।

Level 2

আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I'm a student of Computing Information System (CIS) and love IT.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি এই মোবাইল ব্যবহার করি।আপনি কি জানতে চান আরো বিস্তারিত জানান।

Level 0

http//getjar.com এ যান।ওখান এ mobile set select করতে বললে মাইক্রম্যাক্স Qfb set সিলেক্ট করে আপনার পছন্দ মত জাভা ফাইল ডাউনলোড করুন…।ডাউনলোড এর জন্য Advanced download selet করুন

    মুকুট ভাই, আপনাকে ধন্যবাদ। আমিও গেটকাজ ব্যবহার করি। কিন্তু আমার কোয়ার্টি কিবোর্ডের জন্য জাভা মোবাইলের সফটওয়্যার দরকার ছিল যা ৩২০x২৪০ রেজ্যুলেশানের। ভাই, আমাকে আপনি এই মোবাইলটির ওয়েবক্যামের ড্রাইভার দিতে পারবেন, আর একটি ডিকশনারি যা কোয়ার্টিকিবোর্ড সাপোর্ট করে ?

    Level 0

    এই মোবাইল এর কোনো ক্যাম ড্রাইভার নাই।পিসি তে connect করে webcam select করলেই my computer খুলে নিচে video driver e click korlei ওয়েবক্যাম চালু হবে।আর ডিকশনারি ইন্সটল না করাই ভাল।কারন এতে মোবাইল স্লও হএ যাবে

    ধন্যবাদ। কিন্তু আমার ডিকশনারি প্রয়োজন। খুব স্লো হবে না আমি জানি। যখন চালাবো তখন কাজ করবে বাকি সময় বন্ধ থাকবে। এছাড়া আমি তো আগে চালিয়েছিলাম। আমার প্রতিটি মোবইলেই ডিকশনারি ছিল এখনও আছে কিন্তু আরো ভালো একটা দরকার। এটা কোয়ার্টিকিপ্যাড সাপোর্ট করে না, প্লিজ পারলে একটা কোয়ার্টি কিপ্যাড সাপোর্ট করে এইরকম ডিকশনারি দিন।

    মুকুট ভাই, কেমন আছেন ? আপনি বলেছেন, সিম্ফনি ব্যবহার করেন। সিম্ফনি মোবইলে রিংটোন পরিবর্তন করা যাচ্ছে কিন্তু ম্যাসেজটোন পরিবর্তন করা যাচ্ছে না। (পরিবর্তন মানে নতুন করে ম্যাসেজ টোন পিসি ডাউনলোড করে থেকে সেট করবো) আপনি কি পেরেছেন ? পারলে জানাবেন।

Level 0

আমার কাছে আছে ক্যাম ড্রাইভার এখান থেকে ডাউনলোড করতে পারেন ।

http://hotfile.com/dl/104396331/ae054d6/Symphony_Mobile_Softwer.rar.html

    ধন্যবাদ জাভেদ ভাই। ডাউনলোড দিচ্ছি। জাভেদ ভাই, আমার একটি কোয়ার্টি কীপ্যাড সাপোর্টেড ডিকশনারি ইংরেজি-ইংরেজি প্রয়োজন (জাভা), প্লিজ হেল্প মি।

Level 0

ভাই ডিকশনারির জন্য কোন হেল্প করতে পারবনা তাই আমি দুঃখিত। আপনি তাদের customer care গিয়ে দেখতে পারেন ।

Level 0

তবে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন –

http://hotfile.com/dl/104884093/e462bae/StudentDictionary.JAR.html

    জাভেদ ভাই, আমি ডিকশনারি গেটজারেই পেয়ে গিছি। আসলে ডিকশনারি অনেক ছিল, কিন্তু কোয়ার্টি কিপ্যাডের জন্য পাই নাই। গতকাল সেটাও পেয়ে গেছি।
    http://www.getjar.com/mobile/10603/dictionary-by-vikrant-for-samsung-gt-s3350-ch@t/
    এটা দেখলাম, বেশ ভালো। ইংরেজি-ইংরেজি, শব্দ সংখ্যা ৩৬০০০ এর মত, বিশ্বস্ত কারন এটা ঘেটেছি, ফেইসবুক এড্রেস রয়েছে এর যাতে কমেন্ট পড়লাম ইত্যাদি ইত্যাদি। আর এই এপ্লিক্যাশানটা গেটজার থেকে এওয়ার্ড পেয়েছে। এটা কোয়ার্টি কি প্যাড সাপোর্ট করে তবে লেটেস্ট ভার্সনটা, এবং সম্পূর্ন ফ্রী এবং ফুল ভার্সন…