বাদী আসামী স্বাক্ষী কি এবং কারা Definition Of Complainant, Accused And Witness

বাদী আসামী স্বাক্ষী কি এবং কারা Definition Of Complainant, Accused And Witness

একজন আপরাধী যখন অপরাধ করে ধরা পরে তখন যদি সে কোর্টে গিয়ে বিচারকের সামনে বলে ”আমি তো এই আইনটি জানিনা” বা ”এই কাজ করলে এই অপরাধ হবে তা আমি জানতাম না”। এই অজুহাত দিলে কি আদালত তাকে মাফ করে দিবে..? কখনই না।

তাই আইন না জানলেও আপনি অপরাধী। তাই আমরা অনেকেই জেনে হোক না জেনে হোক এমন অনেক কাজই করে থাকি।

আমাদের প্রত্যেকের জীবনেই কোন না কোন সময় আইন বা আইনী সহায়তার প্রয়োজন পরে। পারিবারিক, ব্যাবসায়ীক সহ জীবনের প্রত্যেকটি ক্ষ্যেত্রে আইনের যে প্রভাব রয়েছে তা অস্বীকার করার উপায় নেই।

তাই অন্তত আইনের মৌলিক কিছু বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের সমাজের প্রত্যেকটি নাগরিক হবে আদর্শ  একজন নাগরিক এবং আমাদের দেশ থেকে অপরাধের প্রবনতা ও আইন মানার প্রবনতা বৃদ্ধি পাবে। আর সে কারনেই আমার ক্ষুদ্র এই প্রচেস্টা।

আশা করি আপনাদের সকলেরই কিছুটা হলেও কাজে আসবে।

এই ভিডিওতে আপনারা কারো বিরূদ্ধে কিভাবে কোন আইনী পদক্ষেপ নিবেন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। আমার চ্যানেলটি শুধুমাত্র আইনী বিষয় নিয়ে। তাই প্রতিনিয়ত আইনের মৌলিক বিষয়গুলো জানতে আমার চ্যানেলটি তে সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই বেল/ঘন্টা বাটনটিতে প্রেস করুন তাহলে আমার সকল নতুন ভিডিওর আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যাবেন।

বিশেষ দ্রষ্ট্রব্য: এই চ্যানেলে এ প্রকাশিত সকল ভিডিও শুধুমাত্র সাধারন মানুষের মাঝে আইনের মৌলিক বিষয়ে ধারনা দেওয়া এবং বিভিন্ন অপরাধমুলক বিষয়ে সচেতন করা। এই চ্যানেলে প্রকাশিত সকল ভিডিওর কনন্টেট আইন ও আইনের শাস্তিসমুহ এবং আইনগত ব্যবস্থাগ্রহনে একজন সাধারন মানুষকে সঠিক দিক নির্দেশনা নিয়ে সমস্যার সমাধানে এগিয়ে যেতে সাহায্য করবে।

Level 0

আমি এ্যাড. ইব্রাহিম খলিল পলাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস