উইনডোজ-এ repair disc তৈরি প্রসঙ্গে।

আমি এখানে সাধারণত পোস্ট করি সাহায্য-র জন্য। আমি যা জানতে চাই টা এখানে পোস্ট করি। আর অবশ্যই আমি নিয়মিত টেক টিউনস পরি। আমার ভাল লাগে। আর অজানা জানতে পারি । তার জন্য সকল টিউনারকে আমার আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

আমি hp নোটবুক ব্যবহার করছি। এটাতে জেনুইন উইনডোজ ইনস্টল করা আছে। আমি জানতে চাচ্ছি যে উইনডোজ সিষ্টেম Repair disc তৈরি করা যায় তা জানি কিন্তু এটা কী ইচ্ছা মত যতবার খুশি ততবার করা যায়? আর সাধারণত repair  করার পর ফলাফল টা কী? মনে repair করার পর আমি কী শুধু উইনডোজ টা পাচ্ছি নাকি সেই সাথে আমার ইনস্টল করা অ্যাপ্লিকেশন গুলও পাব? তাতে কী পারটিশন-এ কোনও চেঞ্জ আসবে? আর অন্য সব ড্রাইভ-এ ফাইল গুলো কী অফ্ফেক্টেড হবে? আর আসলে repair disc  আর recovery disc পার্থক্য কী? আর দুইটার ফলাফল কী? আমি কখনো দুইটার একটাও ট্রাই করি নাই। এখনও দরকার পড়ে নাই। আর না পড়ুক তাই চাই। কিন্তু তার চেয়ে বেশি জানতে চাই বুঝতে চাই। যদিও আমি কিছু জানি। কিন্তু ক্লিয়ারলি জানতে চাই। নটেবূক-এ ট্রাই না করলেও ডেস্কটপ আছে ওখানে ট্রাই করব। কিন্তু তার আগে ফাইল গুলার নিশ্চয়তা চাই তাই এখানে সাহায্য চাচ্ছি।

Level 0

আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১. যতবার খুশি ততবার করা যায়?
-জ্বী
২.আর সাধারণত repair করার পর ফলাফল টা কী?
-যে কারনে রিপেয়ার করেছেন সেটা থেকে মুক্তি
৩.মনে repair করার পর আমি কী শুধু উইনডোজ টা পাচ্ছি নাকি সেই সাথে আমার ইনস্টল করা অ্যাপ্লিকেশন গুলও পাব?
-সবি পাবেন (ভাইরাসও)
৪. তাতে কী পারটিশন-এ কোনও চেঞ্জ আসবে?
-না
৫. আর অন্য সব ড্রাইভ-এ ফাইল গুলো কী অফ্ফেক্টেড হবে?
-সি ড্রাইভের ডকুমেন্টও এফেক্টেড হবে না।
৬.আর আসলে repair disc আর recovery disc পার্থক্য কী?
-প্রথমটা সিস্টেম স্টার্ট না নিলে বা এরকম সমস্যা হলে ঠিক করে। (এটা আপনার খুব দরকার)
দ্বতীয়টা আপনার ফাইল,উন্ডোজ পুর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। তবে রিপেয়ার ফেল হলে রিকভার লাগে।

আমি যা ধারনা করেছি তাই বলেছেন। কিন্তু আমি sure হতে পেরেছি। এখান আর কোনও tension নাই। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক অনেক।

Level 0

THANKS++++