আমাকে এক অদ্ভুদ আগ্রহে পেয়েছে। সারাদিন বিশাল স্ক্রিনটার দিকে তাকিয়ে থেকে কি যেন উপলব্ধি করছি। নিজেও জানিনা.............. চোখটা একটু ঘোরাতে বাধ্য হলাম। কারন বেশি কিছু নয়। স্পেসশিপের ক্যাপ্টেন হুচুং খুল আমার দিকে এগিয়ে আসছেন। তারপার উত্তেজিত ভাবে বলতে লাগলেন। স্টেপকিম ভেঙ্গে যেতে বসেছে। আমার অবাক হবার কথা থাকলেও হলাম না।
কারন আমার জীবনের শুরুতেই পদার্থ স্যার বলেছিলেন "বিজ্ঞানের কাছে সব সম্ভব কিন্তু সব কল্পনা করা সম্ভব নয়"
কিন্তু আমকে কল্পনা না চাইলেও করতে হবে। শিপের ১৫০ জন ক্রুর জন্য ভাবতে হবে................ কেন না হলে তাদের কি হবে? তাও ভাবতে হবে.......... না ভেবে হেবেনা কেন?........শিপ একটু ঝাকি খেলেই বুঝলাম প্রভু আল্লাহ (আল্লাহ আমাদের প্রভু আধুনিক বিজ্ঞান সেটা প্রমান করেছে) আমাকে চিন্তা থেকে মুক্তি দিয়েছেন। এখন চিন্তার দায়িত্ব আমার সুন্দরী সহকর্মী মিস..................(tbC)
আমি যে গল্প লিখতে চাচ্ছি এটা সেটা নয়।
সারাদিন টিপস আর ডাউনলোড পড়েতে ভাল লাগে?
আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়
আপনি স্বাগতম অবশ্যই লিখতে পারেন।