টিউন টা করা আদৌ উচিৎ কিনা জানি না।
গত কয়েকদিন আগে এমনই একটি পোষ্তট দিয়েছিলাম। কিন্বেতু ভাল রেসাওপন্স পাই নি। তাই আবার দিলাম। আমার মত অনেকেই আছে যারা অনলাইনে কাজ খুজে বেড়াচ্ছে।আপনারা যারা অনলাইনে কাজ করেন তাদের একমাত্র সমস্যা হল নতুন দের কে সাহায্য না করা।আমরা এই ফিল্ডে নতুন বলে অনেকেই আমাদের কে এড়িয়ে যান।কিন্তু একবারও আমাদের কথা ভেবে দেখেন না !
অনেকেই আছে যারা আমার মত অনলাইনে ছোট খাটো কাজ খুজে শুধুমাত্র পকেট খরচ চালানোর জন্য। আমিও খুজতেছি।আমার ইন্টারনেট বিল প্রতিমাসে ৫০০ টাকা। এই টাকাটাও যদি বাবার পকেট থেকে নিতে হয় তাহলে কেমন? কোন ভাই যদি কাজ দিতে পারেন তাহলে জানাবেন প্লিজ।
ফেসবুক লিংক- http://www.fb.com/saidursrbd
আমরা বাংগালী। আমাদের মনমানসিকতা তো খারাপ।কেউ একজন যদি অনলাইনে কাজ করতে চায় তাহলে তাকে নিরুৎসাহিত করাটা অনেক সিনিয়র দের স্বভাব !
বাস্তব জীবনে বড়ভাইদের পেছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে টেকটিউনস এ টিউন দিতে বাধ্য হলাম।টেকটিউনস এ যে ভাইয়ারা টিউন দিছেন অনলাইনে কাজের ব্যাপারে,তাদের সাথে যোগাযোগ করাটা অসম্ভব ব্যাপার। কারন টা সবার জানা। অধিকাংশই ভুয়া আর বাটপারি।
আশা করি আমার কথা গুলা বুঝতে পারছেন।আর কিছু বলতে চাই না। কেউ থাকলে বা কাজ দিতে পারলে জানাবেন প্লিজ। আমরা কয়েকজন ফ্রেন্ড বেকার বসে আছি। আপাতত পড়াশোনা আর হাত খরচ টা চালাতে পারার মত টাকা জোগার করতে পারলে অনেক উপকার হত।
ধন্যবাদ
My Facebook ID - http://www.fb.com/saidursrbd
আমি মোঃ সাইদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Techtunes থেকে প্রতিদিন প্রযুক্তির ভুড়ি ভোজ করে ভালই আছি !