আসসালামু আলাইকুম।
প্রথমেই টেকটিউনস ট্রিনিটি নিয়ে কিছু কথা বলতে চাই। টেকটিউনস ট্রিনিটির রূপ দেখে একেবারে হতাশ হয়েছি। মোবাইলের ভিউ যথেষ্ট ভাল হলেও, ডেস্কটপ ভিউ একেবারেই আশানুরূপ হয়নি। বিশেষ করে টেক্সট স্নিপেট না থাকায় খুবই অসুবিধা হয়। এক কথায় পূর্বের ভিউয়ে যে শান্তি পেতাম তার সামান্যতমও নেই। আর মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন নিয়ে নতুন করে কিছু না-ই বললাম।
দ্বিতীয়ত বলতে চাই, টেকটিউনসের আজব এডহক সিস্টেম নিয়ে। মনুষ্যরচিত কোন কোডই পূর্ণাঙ্গ নয়। অতএব, আউল, ফাউল কোন টিউনই ডিলিট হবে না, এটা খুবই অদ্ভুত একটা বিষয়। আবার যে কেউ মুহুর্তেই অ্যাকাউন্ট খুলে যা-তা টিউন দিতে পারবে এ কেমন অধিকার? অনেক টিউনেই বানানের অবস্থা যাচ্ছেতাই। প্রতিটা আইডিরই অন্তত প্রথম তিনটা টিউন ম্যানুয়ালী পর্যবেক্ষণ হওয়া উচিৎ।
তৃতীয়ত, টেকটিউনসের টিউনারবোর্ড খুব বেশি সুবিধাজনক নয়। যেমন কিছু উদাহরণ দিই, টিউনারবোর্ডে কুইক ড্রাফটের সুবিধা নেই, অফলাইন হয়ে গেলে ব্রাউজারের ক্যাশেতে সেভ করে রাখার সুবিধা নেই ইত্যাদি। আমি দেখার দিক দিয়ে খারাপের কথা বলিনি, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ড্যাশবোর্ড মোটেও মন্দ নয়, কিন্তু কাজের দিক দিয়ে টেকটিউনসের টিউনারবোর্ড মোটেও সুবিধাজনক নয়।
এক কথায়, আমি মনে করি, এটা খুবই স্বাভাবিক যে, টিউনাররা টিউন করতে আগ্রহী হচ্ছে না। টেকটিউনস যখন সর্বশেষ রেজিস্ট্রেশন খুলে দেয়, কথা দিয়েছিল এরপর আর বন্ধ হবে না। কিন্তু এর ফল হয়েছে ভয়ঙ্কর। কথা ভঙ্গ করতে বলব না, কিন্তু এসব বিষয়ে অবশ্যই পরিবর্তন আনা উচিৎ এবং টিউন যেন মানসম্মত হয়, সেজন্য আরো ভাল নিয়ম করা উচিৎ। যেমন, হয়ত এমন করা যেতে পারে নতুন আইডি দিয়ে প্রাথমিকভাবে সপ্তাহে একটির বেশি টিউন করা যাবে না। ভাল টিউন করলে লিমিটেশন তুলে নেওয়া হবে। প্রথম টিউনগুলো মডারেটর কতৃক ম্যানুয়ালী অ্যাপ্রুভড হতে হবে এরকম কিছু নিয়মের প্রয়োজন বলে আমি মনে করি। আমি মনে করি টিউনাররাও এটি সমর্থন করবেন।
সবশেষে, আশা করব টেকটিউনস কতৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববে এবং একটি সুন্দর টেকটিউনস উপহার দিবে।
আল্লাহ হাফেজ।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
০.প্রথমেই টেকটিউনস ট্রিনিটি নিয়ে কিছু কথা বলতে চাই। টেকটিউনস ট্রিনিটির রূপ দেখে একেবারে হতাশ হয়েছি।
>>>আমিও হতাশ। বিশেষ করে টিউন বিভাগ খুঁজে না পাওয়ায় ।
১.মোবাইলের ভিউ যথেষ্ট ভাল হলেও,
>>>মোবাইলের ভিউতে কমেন্ট দেখতে পারছি না।
২.এক কথায় পূর্বের ভিউয়ে যে শান্তি পেতাম তার সামান্যতমও নেই।
>>>ঠিক।
৩.অনেক টিউনেই বানানের অবস্থা যাচ্ছেতাই।
>>>ঠিক। বিশেষ করে যারা নিজের ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন করে এবং ১০০-১৫০ টাকা আয়ের টিউন করে।
৪.সবশেষে, আশা করব টেকটিউনস কতৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববে এবং একটি সুন্দর টেকটিউনস উপহার দিবে।
>>>আমারও তাই আশা।