আসসালামু আলাইকুম,
আমি গত কয়েক দিন যাবত একটি সমস্যা সমাধানের চেষ্টা করছি কিন্তু পারছি না, তাই টেকটিউনস এর শরণাপন্ন হলাম।
আমি আমার স্থানীয় ইন্টারনেট প্রোভাইডার এর থেকে নেট কানেকশন নিয়ে তাদের দেয়া তার আমার রাউটার এর wan এ কানেক্ট করলাম। আমার রাউটারের lan 1 থেকে ১টি তার দিয়ে আমার পিসি তে নেট কানেক্ট করলাম। আর একটি তার দিয়ে আমার রাউটারের lan 2 থেকে আমার পাশের বাসায় অন্ন একজন এর রাউটারের lna2 তে কানেক্ট করলাম। ২য় রাউটারের lan 3 থেকে একটি তার দিয়ে ২য় পিসিতে কানেক্ট করলাম। দুই জনের পিসিতেই ঠিক ভাবে নেট চলতেছে। পিসি এবং wifi সঠিক ভাবে চলছে।
এখন আমার প্রশ্ন হলোঃ
১) ১ম পিসি ও ২য় পিসি তে ফাইল/ ড্রাইভ শেয়ারিং করা যাবে কিনা? (গুরুত্বপুর্ণ)
২) আমার নেট শেয়ারিং এ কোনো ভুল হইছে কিনা?
সাহায্য করলে উপকৃত হবো।
ধন্নবাদ। ধন্নবাদ।
(বিঃ দ্রঃ ১৫০ শব্দ পূরণ করার জন্য এই লেখা গুলো লেখলাম। অযথা লেখা লেখি করলাম বলে কেউ বিরক্ত হলে আমি দুঃখিত।)
আমি মেহেদী হাসান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি যতদূর দেখছি আপনি নেটওয়ার্ক সিস্টেম টাকে জটিল করে ফেলেছেন। আমি একটু সহজ করে দেই:
১। আপনি যেকোন একটা কম্পিউটারে রাউটার এর কানেকশান দেন।
২। এবার পিসি-১ এবং পিসি-২ এর মাঝে টুইস্টেড পেয়ার ক্যাবল(ইথারনেট ক্যাবল) এর মাধ্যমে সংযোগ দেন। এর মাধ্যমে আপনি ফাইল+ইন্টারনেট ২টাই শেয়ার করতে পারবেন অপর পিসির সাথে।
ব্যাস সহজেই হয়ে যাবে আপনার কাজ।
গুগলে ২টা পিসির মাঝে কীভাবে টুইস্টেড পেয়ার ক্যাবলের মাধ্যমে ডেটা+ইন্টারনেট শেয়ার করতে হয় তার অনেক ভিডিও আছে। টুইস্টেড পেয়ার কেবলের দামও বেশি নয়। কেনার সময় ২পাশেই লেন এর জ্যাক লাগিয়ে কিনে নেবেন তাহলে আর ঝামেলাই লাগবে না। ক্রস লিংক নাকি সোজা জিজ্ঞেস করলে সোজা টাই বলবেন। এর মাঝে তেমন পার্থক্য নেই। কানেকশান দেয়ার পর ফাইল শেয়ারিং এর সুবিধা নিজের মিত করে নেবেন। তবে ইন্টারনেট শেয়ারে সমস্যা হয়ে পারে। এক্ষেত্রে আমার নিজের ও ঝামেলা হয়েছিলো সেক্ষেত্রে আপনি যেকোন ভিপিএন এপ নামিয়ে ইন্টারনেট কানেক্ট দেবেন দেখবেন ইনশাল্লাহ কাজ করবে।