এক্সপার্টদের কাছ থেকে নেটওয়ার্ক ও ফাইল শেয়ারিং বিষয়ে সাহায্য চাই।

আসসালামু আলাইকুম,

আমি গত কয়েক দিন যাবত একটি সমস্যা সমাধানের চেষ্টা করছি কিন্তু পারছি না, তাই টেকটিউনস এর শরণাপন্ন হলাম।

আমি আমার স্থানীয় ইন্টারনেট প্রোভাইডার এর থেকে নেট কানেকশন নিয়ে তাদের দেয়া তার আমার রাউটার এর wan এ কানেক্ট করলাম। আমার রাউটারের  lan 1 থেকে ১টি তার দিয়ে আমার পিসি তে নেট কানেক্ট করলাম। আর একটি তার দিয়ে আমার রাউটারের  lan 2 থেকে আমার পাশের বাসায় অন্ন একজন এর রাউটারের lna2 তে কানেক্ট করলাম। ২য় রাউটারের lan 3 থেকে একটি তার দিয়ে ২য় পিসিতে কানেক্ট করলাম। দুই জনের পিসিতেই ঠিক ভাবে নেট চলতেছে। পিসি এবং wifi সঠিক ভাবে চলছে।

এখন আমার প্রশ্ন হলোঃ

১)    ১ম পিসি ও ২য় পিসি তে ফাইল/ ড্রাইভ শেয়ারিং করা যাবে কিনা? (গুরুত্বপুর্ণ)

২)   আমার নেট শেয়ারিং এ কোনো ভুল হইছে কিনা?

সাহায্য করলে উপকৃত হবো।

ধন্নবাদ। ধন্নবাদ।

(বিঃ দ্রঃ ১৫০ শব্দ পূরণ করার জন্য এই লেখা গুলো লেখলাম। অযথা লেখা লেখি করলাম বলে কেউ বিরক্ত হলে আমি দুঃখিত।)

Level 1

আমি মেহেদী হাসান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি যতদূর দেখছি আপনি নেটওয়ার্ক সিস্টেম টাকে জটিল করে ফেলেছেন। আমি একটু সহজ করে দেই:
১। আপনি যেকোন একটা কম্পিউটারে রাউটার এর কানেকশান দেন।
২। এবার পিসি-১ এবং পিসি-২ এর মাঝে টুইস্টেড পেয়ার ক্যাবল(ইথারনেট ক্যাবল) এর মাধ্যমে সংযোগ দেন। এর মাধ্যমে আপনি ফাইল+ইন্টারনেট ২টাই শেয়ার করতে পারবেন অপর পিসির সাথে।
ব্যাস সহজেই হয়ে যাবে আপনার কাজ।
গুগলে ২টা পিসির মাঝে কীভাবে টুইস্টেড পেয়ার ক্যাবলের মাধ্যমে ডেটা+ইন্টারনেট শেয়ার করতে হয় তার অনেক ভিডিও আছে। টুইস্টেড পেয়ার কেবলের দামও বেশি নয়। কেনার সময় ২পাশেই লেন এর জ্যাক লাগিয়ে কিনে নেবেন তাহলে আর ঝামেলাই লাগবে না। ক্রস লিংক নাকি সোজা জিজ্ঞেস করলে সোজা টাই বলবেন। এর মাঝে তেমন পার্থক্য নেই। কানেকশান দেয়ার পর ফাইল শেয়ারিং এর সুবিধা নিজের মিত করে নেবেন। তবে ইন্টারনেট শেয়ারে সমস্যা হয়ে পারে। এক্ষেত্রে আমার নিজের ও ঝামেলা হয়েছিলো সেক্ষেত্রে আপনি যেকোন ভিপিএন এপ নামিয়ে ইন্টারনেট কানেক্ট দেবেন দেখবেন ইনশাল্লাহ কাজ করবে।

    ভাই Tanzidul Islam আপনাকে ধন্যবাদ। তবে আমার ২ রাউটার কে ১ টা করার সুযোগ নেই। তাই ২ টা রাউটার ঠিক রেখে কি কিছু করা যায় না??

      Tahole ek kaj koren. Apnar pc gular lan line internet use er jonno na rekhe file shareing er jonno rakhen ar 2ta pc te 2ta Wifi Dongle lagiye nin. Ete apni usb port ke internet er jonno use korben. Asa koro speed er kunu somossa hobe na. Ar pore 2ta pc er majhe ethernet cable diye file share korben.

        ধন্যবাদ Tanzidul Islam ভাই। মনে হচ্ছে শেষ পর্যন্ত এটাই করতে হবে।
        আর সবার কথায় মনে হচ্ছে আমার ২ টা রাউটার ও ২ টা পিসি যেভাবে আছে সে ভাবে ফাইল শেয়ারিং করা যায় না।
        কি বলেন??

          করা যাবে । শুধু মাত্র একটা উপায়ে, যদি আপনার ২য় রাউটার টা ব্রিজ কানেকশান সাপোর্ট করে। এটা জানার জন্য আপনার রাউটার এর মডেল নম্বর দিয় গুগল এ সার্চ করেন।

          ব্রিজের কাজটা মূলত এইরকম যে, আপনার ২য় পিসি ২য় রাউটারে কানেক্ট থাকলেও ২য় রাউটারে ব্রিজ করলে আপনার ২য় পিসি টা ২য় রাউটারের বদলে ১ম রাউটারের সাথে কানেক্ট হবে। অর্থাৎ কেবল কানেকশান থাকবে ২য় রাউটারেই কিন্তু সেটি ১ম রাউটারের সাথে ২য় রাউটারের মাধ্যমে সরাসরি কানেক্ট হবে।

          ব্রিজ কানেকশান সাপোর্ট করে এইরকম রাউটার গুলোর মডেল মূলত- AP Router, Dual Brand Router, Extender, Radio Link এবং বর্তমানে বাজারে প্রাই অনেকগুলো Tp-Link রাউটারেই Bridge Support kore.

            অনেক অনেক ধন্যবাদ সাব্বির ইকবাল ভাই, আপনার কথা মতো ব্রিজ কানেকশান পদ্ধতিতে চেষ্টা করে সফল হয়েছি। তবে আপনার কাছে ১টি প্রশ্ন, আমার রাউটার ২ টার দূরত্ব যদি বেশি হয় অর্থাৎ ১ টি আরেকটির wifi আওতার বাহিরে থাকে তবে কি ব্রিজ কানেকশান পদ্ধতি কাজ করবে???

          যেহেতু রাউটার ২টা কেবল কানেকশনে যুক্ত রয়েছে সেক্ষেত্রে ওয়াইফাই এর কোন দরকার নেই বা না থাকলেও চলবে। যদি আপনি ওয়াইফাই এক্সটেন্ডার অর্থাৎ তার ছাড়া শুধুমাত্র ওয়াইফাই সিগনালের মাধ্যমে যুক্ত থাকতো তবে সেটা সিগনালের উপর নির্ভর করতো।

          দোয়া রাখবেন
          – ধন্যবাদ

Http File Server ব্যাবহার করেন। আশা করি কোন ঝামেলা ছারা ই ভালো কাজ করবে।

Static routing করার মাদ্ধমে আপনি একটা রাউটারের মদ্ধে কোন HFS Server/IP Cam প্রথম রাউটারে নিতে পারবেন তবে সবচেয়ে ভাল হবে কি ফাইল শেয়ার করবেন প২প করবেন নাকি সার্ভার করে ডাউনলোড দিবেন তাঁর উপর।

    ভাই আমি নেটওয়ার্কিং সম্পর্কে কিছু জানি না বললেই চলে। আমি চাচ্ছি ১ টি রাউটার এর সাথে ২ টি পিসি কানেক্ট থাকলে যেভাবে ফাইল শেয়ারিং করা যায় সেটা সেইরকম ২ টা রাউটার এর ২ মাথায় ২ টা পিসি থাকলে এবং ২ টা রাউটার একে অপরের সাথে কানেক্ট থাকলে এই অবস্থায় পিসি ২ পিসি ফাইল/ড্রাইভ শেয়ারিং করতে। আমি এইভাবে কিছু করতে পারব কিনা??

১টি রাওটার-এ কানেক্টেড পিসি ২টা (দূরত্ব যতই হোউক) একই ব্রডব্যান্ড বা একই নেটওয়ার্ক-এর আওতায় থাকা পিসি টু পিসি ফাইল শেয়ারিং করতে চাইলে ইনবক্স করুন। কথা দিচ্ছি মাত্র ২টা নিয়মে সমাধান করে দিব ইনশাল্লাহ। অথবা এই বিষয়ে খানিকটা ধারনা পেতে ফলো করুনঃ https://www.techtunes.io/windows/tune-id/470501

    ভাই, আমার রাউটার ২ টা ও পিসি ২ টা যেভাবে কানেক্ট আছে সেভাবে কি কিছু (পিসি টু পিসি ফাইল শেয়ারিং ) করা যাবে না??

প্রিয় মেহেদী হাসান সোহেল,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

    প্রিয় টেকটিউনস মেন্টর ,
    আমি আপনাদের ম্যাসেজটি পাওয়া মাত্রই আমার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য প্রয়োজনীয় তথ্য সাবমিট করে দিয়েছি।

    আপনাকে ধন্যবাদ ।

আপনার ২য় রাওটার টা যদি রাওট করতে না হয় তা হলে ল্যান পোর্ট ব্যবহার করতে পারেন তখন এটি সুইচ এর মত কাজ করবে। যদি রাউট করতেই হয়, তাহলে রাওটারে র্পোট ফরওয়াডিং ব্যবহার করুন। আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।