সাবধান https://twitouch.com/এই সাইটি থেকে, কারো কুপরামর্শে এখানে ভুলেও কেউ account করবেন না।

বন্ধুরা,

সকলের অবগতির জন্য জানাচ্ছি যে,  https://twitouch.com/এইটা একটি এম এল এম সাইট, বিস্তারিত বলার আগে একটি লোকের সাথে পরিচিত হওয়া দরকার যিনি এই অপকর্মের মাধ্যমে হাজার হাজার মানুষকে ঠকিয়ে টাকা কামাচ্ছেন, তার নাম:রাজিব, বাড়ী ভেন্নাবাড়ী, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, মোবাইল-01722444039 আর এই লোকটিই কিন্তুু সাইটির Admin.

বিস্তারিত: এখানে একটি account open করতে $15 লাগে যা বিকাশে 1237 টাকা দিলেই একটি account open করতে পারবেন Option থাকা স্বত্বেও বিকাশ ছাড়া অন্যকোন মাধ্যমে ‍account open করতে পারবেন না। তো আপনি যখন একটি account ওপেন করবেন তখন আপনার uplink মানে আপনি যার মাধ্যমে করতে যাচ্ছেন, তিনি আপনাকে বলবেন আরো দুটি account করার জন্য যাতে করে আপনি প্রতিদিন 82 cents এর কাজ পাবেন এবং রেফালেল বোনাস পাবেন যা সাথে সাথেই উঠাতে পারবেন এই সব কিছূ, যাইহোক সবই করলেন এবার আসুন টাকা ওঠানোর বিষয়।

সাইটের কয়েকটি পেমেন্ট অপশন আছে (পেপাল, পাইনিওর, স্ক্রীল, ‍পারফেক্টমানি,অ্যাডমিন) বিকাশ কিন্তু নেই তারজন্য ওরা বলবে admin selection করে মেসেজের ঘরে বিকাশ নাম্বার দিতে।

1) প্রথমে টাকা ওঠাবেন বিকাশে খুব সহজে কিন্তু অন্য কোন পেমেন্ট অপশনে টাকা দিবে না।

2) কিছু দিন কাজ করে আপনার $30 হলো এবার চাইলেন টাকা ওঠাবেন কিন্তু এইটা পাবেন না। যদি আপনি রেফারেল বাড়াতে পারেন তো পেয়ে যাবেন।

3) এবার ভাবলেন আমার তো $30 আছে আরো দুটি account করতে পারবো মানে রেফারেল বাড়ালেন কিন্তু না আপনি যদি নগদ টাকা ওদেরকে বিকাশ করা ছাড়া রেফারেল বাড়ান তো কোনো টাকাই ওঠাতে পারবেন না।

4) টাকা বিকাশ করে রেফারেল বাড়ালে পেমেন্ট পাবেন তাছাড়া নয়।

নোটিশ: আমরা ওয়ানলাইন থেকে  টাকা অর্জন করার জন্য কোটি কোটি ওযানলাইন পাগল আছি আর এই সুযোগ ব্যবহার করে রাজিবের মতো চিটারগুলো ফায়দা লুটছে, গরীব মানূষের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা হাতিযে নিচ্ছে।এদেরকে আইনের হাতে তুলে দিন।

Level 0

আমি আবু বকর সিদ্দিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন দক্ষ আই টি পারসোন। আমি বাংলাদেশের সকল মানুষকে কম্পিউটার এবং মোবাইল বিভিন্ন টিউন্সের মাধ্যমে টেকনিক্যাল সার্পোট দেওয়ার জন্য নিজেকে তৈরী করতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আবু বকর সিদ্দিক,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।