হেল্প করেন ভাই প্লিজ

আমার একটা ভাংগা চুরা টাইপের ল্যাপ্টপ আছে ভাই... খুব ভাল পারফম্যান্স না দিলেও গান শোনা মুভি দ্দেখা

ওয়েব ব্রাউজ ভালই করা যাইত। এবং এতে অভ্যস্থ ও হয়ে গেছি এক রকম...কিন্তু দুই তিন দিন হলো বিপত্তি টা

শুরু হইসে হটাত করে স্কিন টা লাল লাল হয়ে গেছে। আবার হটাত হটাত এমনি ঠিক ও হয় কিছু সময়ের জন্ন্য

তার পর আবার কাপতে কাপতে আগের মত লাল হয়ে যায়...ও আর একটা কথা ল্যাপটপ থেকে অন্য কোন

মনিটরে আউটপুট দিলে  সেটাতে  ঠিক ই দেখায় যদি ও ল্যাপটপে তখন ও লাল...পারলে হেল্প করেন সারা জিবন

ক্রিতজ্ঞ থাকব... স্কিন শট দিলাম আগে ও পরের অবস্থার

Level 0

আমি supto। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

studying bba and hope to earn online...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার ল্যাপটপ এর ডিসপ্লে এর রিবোন থেকে প্রবলেম।যখন ডিসপ্লে বার বার উঠা নামা করেন তখন রিবন চাপ পরে। সমাধান হল ভালো serviceing center এ নিয়ে যান অথবা যখন ডিসপ্লে ভালো হয় তারপর এর ল্যাপটপ নাড়াবেন না । try করে দেখেন।