দয়া করে সাহায করুন।কী ভাবে টেকটিউনস এর মত একটি ওয়েবসাইট বানানো যায়?এবং আরো আনুসজ্ঞিক বিষয়।

সবার কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।কারন আমি যে বিষয় সম্পর্কে আপনাদের কে জিজ্ঞাসা করব হইতো বা সেটা ঠিক হবে না।কিন্তু কেও কিছু  মনে করবেন না দয়া করে।এমন কেও কি আছেন যে আমাকে একটু সাহায্য  করতে এবং পরামর্শ দিতে পারবেন।আমি কি করে টেকটিউনস এর মত একটি  ওয়েবসাইট বানাতে পারি?এর জন্য আমাকে কি কি বিষয়ের উপর জ্ঞান  থাকা দরকার।কত টাকা লাগবে ডোমেইন এবং হোস্টিং এর জন্য?অনেকে অনেক কিছু জানেন।দয়া করে এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করুন।

Level 0

আমি শরীফ আহমেদ জনম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এইবার বীরেশ্রষ্ঠ মুণ্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ থেকে কমারস ssc পরিক্ষা দি্যেছি।কম্পিউটার আমার জীবন সঙ্গী।এর সাথে বলতে গেলে আমার বিয়ে হয়েছে।জীবনে সংগ্রাম করার সময় আমি কম্পিউটারকে কাছে পেয়েছিলাম।ওকে ভাল করে জানার জন্য আমার অনেক চেস্টা আর আগ্রহ।তারই মাঝে এক্তা হল TechTunes-এ আসা।জানব,শিখব যা জানি সাধ্যমত হলে সবার সাথে শেয়ার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডোমেইন কিনতে গড়পড়তা ৭০০ টাকার মত লাগে।
হোস্টিং প্রথম অবস্থায় খুব বেশি নেয়ার দরকার নেই। পরে প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিলেই হবে।
আপনি যদি নিজে ডেভেলপ করতে চান তবে অবশ্যই ওয়ার্ডপ্রেসের উপর ভাল দখল থাকতে হবে। এছাড়াও HTML এবং CSS এর উপরও দখল থাকতে হবে। সাথে যদি PHP টা জানা থাকে তবে সেটা বোনাস।
আর যদি নিজে এত ঝামেলা করতে না চান, তবে কোন ডেভেলপারকে হায়ার করুন, খুব বেশি সময় লাগবে না কাজ শেষ করতে।

বাবর পরামর্শ কাজে লাগাতে পারেন। নিজে কাজ করলে তেমন বেশি টাকা লাগবে না।

চাইলে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে- salehsoc[at]gmail.com
salehsust_1986[at]yahoo.com

আচ্ছা ভাই।আমি IT-NEXT এর কতগুলা Digital Products দেখেছিলাম।সেখানেও উপরোক্ত উল্লেখ্য বিষয় সর্ম্পকে কতগুলা video tutorial এর product ছিল। আমি সেইগুলা দেখলে উপকৃত হব কি?আর তা ছাড়া আমি কিভাবে উপরোক্ত উল্লেখ্য বিষয় সর্ম্পকে ভাল দক্ষতা অর্জন করতে পারি? এবং সেগুল কিভাবে প্রয়োগ করে ভাল একটি website বানাতে পারব?

    IT-Next এর দুইটা টিউটো আমার কাছে আছে। শুরু করা যায় তবে তেমন এডভান্সড কিছু না। শিখতে চাইলে নেট ঘাটুন।
    নেট ঘাটলে অনেক বাংলা ইংরেজী টিউটোরিয়াল পাবেন। আস্তে আস্তে কোয়ালিফিকেশন গ্রো করবে। তখন ইচ্ছা করলে নিজেই সাইট বানিয়ে নিতে পারবেন।
    HTML+CSS শেখার জন্য এখানে দেখুনঃ http://www.w3schools.com
    আর ওয়ার্ডপ্রেসের জন্য ওদের নিজস্ব উইকির উপরে আমি কিছু পাইনি। লিংকঃ http://codex.wordpress.org

জনম ভাই আমার সাথে যোগাযোগ করেন । http://www.facebook.com/robinbd27 msg diyen 🙂

বাবর ভাই, DHmart.info ভাই এবং S.M. Jobayer Alam ভাই।আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ,আপনাদের সাহায্য মনোভাবের জন্য। DHmart.info ভাই এবং S.M. Jobayer Alam আমি আপনাদের সাথে অতি সত্তর যোগাযোগ করছি। 🙂