আমি ভুক্তভোগী তাই আর কারও যেন এরকম না হয় সে জন্যই আজকে আমার এই লিখা। আশাকরি আপনাদেরর কষ্টের টাকা একটু হলেও নিরাপদে থাকবে।
কিছুদিন আগে আমি এই সাইট এর homepage এ সতর্কবানী পরে অনলাইন থেকে ডলার কেনার জন্য আগ্রহী হই। আমি কিছু ডলার কেনার জন্য তাদের দেয়া Hot Line (+88) 01760 844905 ফোন দেই। তাদের সাথে কথা বলি তারা আশ্বস্ত করে।পরে আমি তাদের কাছ থেকে 1 ডলার কিনি এবং আমি সেটা পাই।
আমি বিশ্বাস করে দ্বিতীয় বার 22/7/17 ডলার কিনতে গেলে সেটা আর পাইনি। এমনকি তাদের দিনের পর দিন ফোন করেও কন্টাক্ট করতে পারিনি। মেইল করে রিপ্লাই পাইনি। অথচ ২৪ঘণ্টা গ্রাহক সুবিধা।তারা এখন তাদের ডাটাবেজ থেকে আমার ডলার কিনার রেকর্ডটাও মুছে ফেলেছে। এরা প্রথমে বিশ্বাস অর্জন করবে তারপর বড় এমাউন্ট হলেই বাশ দিবে। আশা করব এদের কাছ থেকে আর কেউ প্রতারিত হবেন না।
এখন আর বলার কিছু নাই। সবাই এই সাইট থেকে সাবধান থাকবেন। আর ডলার বেচাকেনার ভাল সাইট থাকলে দয়াকরে জানাবেন।
***সবাই ভাল,সুস্থ এবং সাবধানে থাকবেন।
আমি Md.Rihan Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
রায়হান আপনাকে ধন্যবাদ। টিউনটি পড়ে সাবধান হলাম ও দুঃখ পেলাম। সে যাই হোক আপনার জন্য ডলার বেচা-কেনার জন্য এই ipdbse.com সাইট ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন।