CD/DVD ড্রাইভ ব্লক করব কিভাবে?

আমার পিসির সিডি ডিভিডি অপশান কন্ট্রোল করতে চাই।এজন্য কি কোনো সফটয়্যার লাগবে না এমনিই কন্ট্রোল করা যাবে।এমনভাবে ব্লক করা যাবে যাতে আমি ইচ্ছা হলেই আনব্লক করতে পারব।ছোটদের ডিভিডি তে অতিরিক্ত মুভি দেখা কন্ট্রোন করার জন্য এটা করা দরকার হয়ে পড়েছে।টেক্টিউন্স এ সম্পর্কে একটা টিউন হয়েছিল তবে সার্চ দিয়েও পেলাম না। কারো মনে থাকলে দয়া করে দিবেন।আর ব্লক করার নিয়ম কেউ জানলে জানালে অত্যান্ত খুশি হব।

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিশাচর ভাই আপনার মত জনপ্রিয় মানুষকে সাহায্য করতে পেরে নিজেকে গর্বিত মনে করেছি।ছোট একটা ফ্রিওয়্যার সফটয়্যার শেয়ার করছি যার সাইজ মাত্র ১৩০.৪৪ কিলোবাইট।সফটয়্যারটির নাম CD Locker।এইখান থেকে ডাউনলোড করুন।ডাউনলোড করার পরে ইন্সটল করুন।CD Locker এর আইকন সিস্টেম ট্রেতে দেখাবে।আইকনটিতে ডাবল ক্লিক করে অথবা রাইট ক্লিক করে Open Control Panel এ ক্লিক করুন।এইবার CD Locker এর Control Panel এর উইন্ডো এর বাম পাশে আপনার CD/DVD এর ড্রাইভ লেটার দেখাবে।ঐটা ক্লিক করে মাঝের রাইট ডাবল এরো কি টা একবার চাপুন।এইবার উইন্ডোটি বন্ধ করুন।বাস আপনার CD/DVD ড্রাইভ আর খুলবে না।আর আনলক করার জন্যে Control Panel এর ডান পাশের আপনার ড্রাইভ লেটারটিতে একবার ক্লিক করে ডাবল লেফট্‌ এরো কি টি একবার চাপুন।এইবার উইন্ডোটি বন্ধ করুন।এইবার আপনি আপনার CD/DVD ড্রাইভ আবার খুলতে পারবেন।আশা করি আপনার সমস্যার সমাধান হয়েছে।ভালো থাকবেন।

Level 3

লিংক কাজ করছে না।

    অপু আমি আজকেই এই লিংক থেকে ডাউনলোড করে দেখেছি,যাই হোক আপনি লিংক কাজ করছে না বলার পর আবার চেষ্টা করে দেখলাম,এবং বুঝতে পারলাম সার্ভার ডাউন।যাই হোক এইখান থেকে ডাউনলোড করুন।

Level 3

হ্যা কাজ করছে…………