আমি আমার যে সকল ফাইল গুলো অভ্র ফন্টে লিখে ছিলাম এবং সকল ওয়েব সাইটের বাংলা লেখাগুলো ছোট হয়েগেছে। যেদিন আমি আমার কম্পিউটারে সেভ থাকা এক্সপি ইন্সটল করেছি। আগেও এক্সপি ইন্সটল করা ছিল, পড়ে কম্পিউটার ড্রাইভ থেকে যেভাবে
অন্য সফটওয়্যার ইন্সটল করি সেভাবে c দ্রাইব ছারা অন্য ড্রাইভে ইন্সটল করতে চেয়ে ছিলাম, কিন্তু তা নাহয়ে এক্সপি c দ্রাইভে রিইন্সটল হয়ে জায়। এর পরথেকে এই সমস্যা। কেউ সাহায্য করুন কেউ সাহায্য করুন কেউ সাহায্য করুন কেউ সাহায্য করুন
খুব জরুরি সাহায্য দরকার। আটকে গেছি
আমি গোধুলির পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি পুরোটা ফেলে দিয়ে তারপর আবার ইনষ্টল করুন,
আর না পারলে ফেইসবুকে টেকনোলজী জগতের খুটি-নাটি নিয়ে পেইজ এ কমেন্ত দিতে পারেন
বা আমাকে কল দিতে পারেন,
বা অনলাইনে ডিরেক্ট সাপোর্ত নিতে পারেন