সাহায্য চাই, অভ্র ফন্টে লিখা ছোট হয়ে গেছে।

আমি আমার যে সকল ফাইল গুলো অভ্র ফন্টে লিখে ছিলাম এবং সকল ওয়েব সাইটের বাংলা লেখাগুলো ছোট হয়েগেছে। যেদিন আমি আমার কম্পিউটারে সেভ থাকা এক্সপি ইন্সটল করেছি। আগেও এক্সপি ইন্সটল করা ছিল, পড়ে কম্পিউটার ড্রাইভ থেকে যেভাবে

অন্য সফটওয়্যার ইন্সটল করি সেভাবে c দ্রাইব ছারা অন্য ড্রাইভে ইন্সটল করতে চেয়ে ছিলাম, কিন্তু তা নাহয়ে এক্সপি c দ্রাইভে রিইন্সটল হয়ে জায়। এর পরথেকে এই সমস্যা। কেউ সাহায্য করুন কেউ সাহায্য করুন কেউ সাহায্য করুন কেউ সাহায্য করুন

খুব জরুরি সাহায্য দরকার। আটকে গেছি

Level 0

আমি গোধুলির পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি পুরোটা ফেলে দিয়ে তারপর আবার ইনষ্টল করুন,
আর না পারলে ফেইসবুকে টেকনোলজী জগতের খুটি-নাটি নিয়ে পেইজ এ কমেন্ত দিতে পারেন
বা আমাকে কল দিতে পারেন,
বা অনলাইনে ডিরেক্ট সাপোর্ত নিতে পারেন

আপনার যদি অভ্র ইন্সটল করা থাকে তাহলে নিচের ঠিকানা থেকে ৭০০ কে বি এর সফটটি ডাউনলোড করে ওপেন করে সিয়াম রুপালী ফন্টটিকে ডিফল্ট করে পিসি রিস্টার্ট দিন।আশাকরি কাজ হবে।

http://www.vistaarc.com/download/font_fixer_2.0.0.exe

    সি ড্রাইভ পুনরায় ফরম্যাট করে এক্সপি রিইন্সটল করে দেখতে পারেন।অভ্র লেটেস্ট ভার্সন এর সাথে সিয়াম রুপালী ফন্ট ডিফল্ট হিসেবে দেয়া থাকে।

ধন্যবাদ আপনাদের। দেখি কোনটায় কাজ হয়। নয়ত সি ড্রাইভ ফরমেট করে এক্সপি ইন্সটল করতে হবে।

ভাই আপনি একটা কাজ করে দেখতে পারেন:
প্রথমে Dersktop Right বাটন ক্লিক করে Properties ক্লিক করুন, তারপর Appearance-এ ক্লিক করে Advanced বাটনে ক্লিক করলে Advanced Appearance ডায়ালগ আসবে, সেখান থেকে Item লিস্ট-এর ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করে Icon সিলেক্ট করে ফন্টের সাইজ (ডিফল্ট হিসাবে হয়ত ৮ থাকতে পারে) ১২, ১৪, ১৫, ১৬ (আপনার ইচ্ছামত) সিলেক্ট করে এ্যাপ্লাই বাটনে ক্লিক করলে ফাইলের নামের লিখাগুলো বড় হবে। উপকারে লাগলে খুশি হব। ধন্যবাদ সবাইকে।

Level 3

ওপেরা মিনি ১০.১ এ বাংলা লেখা দেখার উপাই বলবেন কেহ?

ভাই সবার সাজেসান টেস্ট করে দেখেছি ( হাসান ভাই,নিশাচর নাইম ভাই,LuckyFM ভাই,) কাজ হয়নাই। তাই সি ড্রাইভ ফরমেট করে নতুন করে এক্সপি ইন্সটল দিসি।
ভাল থাকবেন সবাই সব সময়।

    Ops!! ছোট কাজের জন্য অনেক বড় কাজ করে ফেলছেন

http://www.vistaarc.com/download/font_fixer_2.0.0.exe এখান থেকে Font Fixer 2.0.0 ডাউনলোড করুন। ইন্সটল করে একটি নতুন ফন্ট ডিফল্ট হিসেবে দিন। সমাধান হয়ে যাবে। ১০০%

জাকির ভাই ভাল উপদেশ দিছে। ১০০% কাজ হবে।