আসসালামু-ওয়ালাইকুম
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন অনেক দিন পর আবার টিউন করতে আসলাম তো কোন ভুল হলে মাপ করবেন
আর আমি যখন টিউন করি সেটার ভিডিও ও বানাই যারা টিউন এ না বুঝে তারা জেন ভিডিও দেখে বুজতে পারে তাই আগেই বলে দিছি যদি কারো পড়তে সমস্যা হয় বা পড়তে মন না চায় তাহলে সরাসরি ভিডিও দেখলেই হবে কষ্ট করে টিউন পড়তে হবে না।
অবশ্য আমি অনেক কষ্ট করে টিউন করি আপানাদের জন্যই। যাই হোক কাজের কথায় আশি আমারা সবাই ফেসবুক চালাই আর প্রাই অনেকের এ কোন না কোন কারনে ফেসবুক ডিলেট করতে হয় তো আমারা অনেকি জানি আবার অনেকেই জানি না কিভাবে ফেসবুক দিলেট করে যারা জানি না তারা শুধু ফেসবুক ডি-একটিভ করে রাখি আর যারা জানি তারা ডিরেক্ট দিলেট করে দেই তো যারা যানে না আজকের টিউনটি তাদের জন্য। আর যারা যানে তাদের মধ্যেও অনেকে এই শর্টকাট পন্ধটি যানে না তো কাজ শুরু করা যাক।
এখন আপানার অ্যাকাউন্ট ১৪ দিন পর বন্ধ হবে আর আপনি যদি এই ১৪ দিন এর ভিতরে ফেসবুক লগিন করেন তাহলে আপনার ফেসবুক আবার চালু হয়ে যাবে, আশা করি বুজতে পেরেছেন। না বুজলে নিচের ভিডিও দেখুন:
কোন প্রবলেম হলে জানাবেন, ধন্যবাদ।
আমি নিরব হোসেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।