রক্ত দান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

গত ১৭ জুন ২০১৭ তারিখে “রক্ত দান হোক, মানবতার ধর্ম” শ্লোগানকে সামনে রেখে Bangladesh Blood Service-BBS (বাংলাদেশ ব্লাড সার্ভিস) নামক আত্ম প্রকাশ ঘটে।
রক্ত দান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ-
১. রক্ত দানের জন্য সর্বনিম্ন বয়স?
–> আপনি ইচ্ছে করলে ১৮ বছর বয়সের পর থেকেই রক্ত দান করতে পারেন।
২. রক্ত দানের জন্য সর্বনিম্ন ওজন কতটুকু ?
–> রক্ত দান করতে চাইলে আপনার ওজন ৪৭ কেজির বেশী হতে হবে।
৩. রক্ত দানের কি কোন সাইড এফেক্ট আছে ?
–> না রক্ত দানের কোন সাইড এফেক্ট নাই।
৪. রক্ত দানে কতটুকু রক্ত নেওয়া হয় ?
–> আপনার শরীর থেকে প্রায় ৩৮০ – ৪০০ মি.লি রক্ত নেওয়া হয়।
৫. কতদিন পর পর রক্ত দান করা যায় ?
–> ৪ মাস পর পর আপনি রক্ত দান করতে পারেন।
৬. রক্ত দান করতে কত সময় লাগে ?
–> ৫ থেকে ৭ মিনিট, সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগে। বিশ্রাম এবং অন্যান্য সময় ধরলে খুব বেশী হলে ১ ঘন্টা লাগতে পারে।
৭. রক্ত দান করতে ব্যাথা লাগে কি ?
–> জ্বী না। রক্ত দানের সময় আপনি ব্যাথা পাবেন না।
৮. রক্ত দানের ফলে কি অঙ্গান হয়ে পড়তে পারি ?
–> না, তবে রক্তদান করার পর অবশ্যই বিশ্রাম নিবেন।
৯. কিভাবে রক্ত নেওয়া হয় ?
–> প্রথমে আপনার বাম হাত থেকে আধা সিরিজ রক্ত নেওয়া হয়, ক্রস ম্যাচিং ও অন্যান্য
পরীক্ষা করার জন্য। তারপর আপনার ডান হাতের বাহুতে একটি সিরিন্জ দিয়ে রক্তটানার
ব্যাবস্থা করা হয়। নিডিলটি ঢোকানোর সময় সামান্য (পিঁপড়ার কামড়ের মত) ব্যাথা লাগে। তারপর আর ব্যাথা লাগবে না। আপনার রক্ত একটি নলের মাধ্যমে স্যালাইনের মত একটি ব্যাগে সহজেই জমা হয়ে যায়।
১০. রক্ত দান কি নিরাপদ ?
–> রক্ত দান করা সম্পূর্ন নিরাপদ।
১১. রক্ত দানের পর আমার হাত ফুলে বা রক্ত জমাট বেধে বা ইনফেক্সন হতে পারে কি ?
–> হাতের যেখান থেকে রক্ত নেয়া হয়েছে সেখানে ম্যসেজ করবেন না। ফুলে যাওয়া, জমাট বাধা বা ইনফেক্সনের সম্ভবনা নেই বললেই চলে।
১২. এলকোহল (মদ) খাবার পর রক্ত দান করা যায় কি ?
–> না। রক্ত দেবার ২৪ ঘন্টা পূর্বে এলকোহল পান করলে রক্ত দান করা যাবে না। পান করার ২৪ ঘন্টা পর রক্ত দিতে পারেন।
১৩. এন্টিবায়টিক ওষুধ খাওয়া অবস্থায় রক্ত দান করা যাবে কি ?
–> না। এন্টিবায়োটিক খাবার অন্তত ৭ দিন পর, সম্পূর্ন সুস্থ হলে তারপর রক্ত দান করা যাবে।
১৪. ব্লাড প্রেশারের রোগী রক্ত দান করতে পারবেন কি ?
–> হ্যা। যদি আপনার রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে আপনি রক্ত দান করতে পারেন।
১৫. শিশু বুকের দুধ খায় এ অবস্থায় রক্ত দান করা যাবে ?
–> না। যখন শিশু শুধুমাত্র বুকের দুধ পান করে তখন রক্ত দান করা যাবে না।
১৬. শিশুর জন্মের কতদিন পর মা রক্ত-দান করতে পারেন ?
–> শিশুর জন্মের ১৫ মাস পর মা রক্তদান করতে পারেন।
১৭. সর্দি লাগা/ জ্বর থাকা অবস্থায় রক্ত দান করা যাবে ?
–> ঠান্ডা বা সর্দি লাগা অবস্থায় যেহেতু একটি জীবানু সংক্রামন থাকে সেহেতু রক্ত দান করা যাবে না।
১৮. জন্ম নিয়ন্ত্রন পিল খাবার সময় রক্ত দান করা যাবে কি ?
–> হ্যা। জন্ম নিয়ন্ত্রন পিল খাবার সময় রক্ত দান করা যাবে।
১৯. ডায়বেটিক রোগী রক্ত দান করতে পারেন ?
–> না। যে সমস্ত ডায়াবেটিক রোগী ইনসুলিন গ্রহন করেন তাদের রক্ত দান না করাই ভালো। তবে বিশেষ প্রয়োজনে তারা রক্ত দান করতে পারেন।
২০. রোগের ভ্যাকসিন নেবার পর রক্ত দান করা যাবে ?
–> না। ভ্যাকসিন নেবার অন্তত ৪ সপ্তাহ পর্যন্ত রক্ত দান করা যাবে না।
২১. রক্ত দানের আগে আমার কি করা উচিত ?
–> আগের রাতে ভাল ভাবে ঘুমান। সকালে ভাল নাস্তা করুন। ক্যাফেইন যুক্ত পানীয় (চা, কফি) খাবেন না। বেশী চর্বিযুক্ত খাবার খাবেন না। পর্যাপ্ত পানি পান করুন।
২২. রক্ত দানের সময় কি করা উচিত ?
–> হাফ হাতা পোষাক পরুন। রিল্যাক্স থাকুন। রক্তদান শেষে পর্যাপ্ত বিশ্রাম নিন।
২৩. রক্ত দানের পর কি করা উচিত ?
–> রক্ত দানের পর পর্যাপ্ত তরল পান করুন অন্তত ৪ গ্লাস(স্যালাইন, ফলের রস)। ৫ ঘন্টা পর্যন্ত ভারী কাজ করবেন না। মাথা ঘুরলে শুয়ে পড়ুন, এবং পা মাথার চেয়ে উচুতে রাখুন
(পায়ের নীচে একটি বালিশ দিন)। দুশ্চিন্তা মুক্ত থাকুন। ধুমপান করবেন না কমপক্ষে ৫ ঘন্টা

▬►স্বেচ্ছায় রক্তদাতা হিসাবে তালিকাভুক্ত হওয়ার জন্য ফরমটি পূরণ করুন।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd0ZbpBFxZG_aUJfvveoyL6jD2jkDb9_gdy-vLnkKK7yk0KOQ/viewform

N.B. – রক্তের প্রয়োজনে ফোনে যোগাযোগ করা হবে।
▬►জরুরী রক্তের প্রয়োজনে :- Mahfuz Rahman ✆:01715 616280

-Social Media link:
*Facebook ID: (বাংলাদেশ রক্তদান সেবা) https://www.facebook.com/BangladeshBloodService

*Facebook Group: (Bangladesh Blood Service) https://www.facebook.com/groups/bdbloodservice

*Google+ Communities : (Bangladesh Blood Service) https://plus.google.com/communities/102893256368753534309

Level 0

আমি বাংলাদেশ ব্লাড সার্ভিস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“রক্ত দান হোক, মানবতার ধর্ম” শ্লোগানকে সামনে রেখে Bangladesh Blood Service-BBS (বাংলাদেশ ব্লাড সার্ভিস) নামক আত্ম প্রকাশ ঘটে । আপনিও Bangladesh Blood Service-BBS গর্বিত সদস্য হোন। Registration: https://goo.gl/gdHhrA


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস