আজ আবার নতুন সমস্যা নিয়ে হাজির হয়েছি।
যাই হোক, শুরু করা যাক।
আজ সকালে প্রতিদিনের মত আমি টেক টিউনস দেখতে বসেছি। একটি টিউন পড়ছিলাম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে। আর সব idle ছিল। শুধু আমার facebook পেজ ওপেন ছিল। আমার জানা মতে আমি স্টার্ট আপ থেকে অপ্রয়োজনী সব প্রগ্রাম অফ করে দিয়েছি এমনকি সেসব যেগুলো আমার অজানতে নেট ইউজ করতে পারে । তো আমি দেখলাম যে নেট মিটার দেখাচ্ছে যে ফুল স্পীড ডাউনলোড চলছে।কিন্তু আমি কিছু করছিলাম না। আর আমার উইনডোজ আপডেট বন্ধ ছিল আর আমি যা বুঝি সে হিসেবে অন্য প্রগ্রাম যা নেট ব্যবহার করতে পারে টা বন্ধ ছিল। আর আমি অন্য সব বন্ধ করেও দেখেছি । কিন্তু তবুও ডাউনলোড চলছিল। আমি তারপর নেট ডিস্কনেক্টেড করলাম। আর দেখলাম যে ৫ মিনিটে ১০ মেগাবাইট ডাউনলোড হয়েছে। আবার নেট কানেক্ট করে টেক টিউনস এ আসলাম । কিন্তু নিচের ছবির মত আসল।
আমি নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১ ব্যবহার করছি। আর ওই সময়ের নরটন সিকিউরিটির হিসট্রি স্ক্রীন শট নিচে দিলাম।
কী হচ্ছিল আর কেন হচ্ছিল বুঝতে চাই। আর ঐ হিসট্রি গুলো দেখে কেউ এক্সপ্লান করুন আমার পিসি কী নিরাপদ আছে। আমি বুঝতেছি না। আমাক সাজেষ্ট করুন কী করা উচিত যদি কোনও সমসসা থেকে থাকে।
আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হয়তোবা এমন কিছু করেছিলেন যা টিটি এর মডারেটর দের চোখে খারাপ লেগেছে তাই সাময়িক ভাবে আপনাকে ব্যান করে দেয়া হয়েছিল।