ব্লগসাইটের সমস্যায় আমাকে সাহায্য করুন

প্রথমে আমার সালাম নিন। আসসালামু আলাইকুম। বেশ কিছু দিন হল আমি গুগলের ব্লগার ডট কম থেকে একটা ফ্রী সাইট খুলি। এতদিন ব্যবহার না করলেও কয়েকদিন থেকে কাজ শুরু করি। কাজ শুরু করতে গিয়ে সমস্যার সম্মুখীন হলাম। আর সেটা হল আমার ব্লগসাইটে  সাইডবারে সমস্যা হচ্ছে। গতকালে টিউন করার সময় হঠাৎ করে হোমপেজের সাইডবার সঠিক জায়গায় থাকছে না। সেটি ফুটারে গিয়ে অবস্থান নিচ্ছে। আর  ফুটার উপরে ডানদিকে উঠে গেছে যাতে করে খুব খারাপ দেখাচ্ছে। তারপর সেটিকে  আমি রিমুভ করে দেই। কিন্তু, তাতেও সাইডবারের সমস্যার সমাধান হচ্ছে না। তবে হোমপেজে ছাড়া অন্যান্য পেজ  অর্থাৎ টিউনগুলোতে সাইডবার ডানদিকেই থাকছে। হোমপেজের সাইডবারের সমস্যা চরম বিড়ম্বনার মধ্যে ফেলেছ। অতএব এমতাবস্থায় টেকটিউনসের অভিজ্ঞদের কাছ থেকে সাহায্য আশা করছি। নিচে একটি স্ক্রিনসট সংযুক্ত করলাম।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভিডিও আপলোড করে দিলাম। যাতে করে ভালোভাবে বুঝাতে পারি। আমার  ব্লগসাইটটি হল: https://apelmahmuduepz.blogspot.com/

টিউন টা করতে অনেক সমস্যায় পড়তে হল। ১৫০ টি শব্দ কিছুতেই হচ্ছে না। অনেক চেস্টার পর সেটা সম্ভব হল বুঝি।

 

না একটি শব্দের জন্য হয় নি। এবার দেখি ট্রাই করে।

Level 0

আমি আপেল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Temple Problem Html জানলে ঠিক করে নিন

    সমাধান জানেন না, ভাল কথা! হুদাই টিউনমেন্ট করেন কেন?

সমস্যাটা টেমপ্লেটের। আপনার যদি এই টেমপ্লেটের পূর্বের কোন ব্যাকআপ রাকেন তাহলে সেটি রিস্টোর করে নিন। ব্যকআপ না থাকলে অন্য একটি টেমপ্লেট ইনস্টল করে পূনরায় পূর্বেরটি ইনস্টল করুন। অথবা আপনার টেমপ্লেটের উইগেটগুলো ড্রাগ করে ডানে বামে সরিয়ে দেখুন কাজ হয় কিনা!

    টেমপ্লেটের কোনো সমস্যা নেই। আমি আগেই চেক করে দেখেছি।