বেশির ভাগ টিউনার রেফারেল করার জন্য অতিরঞ্জিত ভাবে এক একটি সাইট কে হাইলাইট করে কিন্তু বাস্তবে সম্পূর্ন ভিন্ন চিত্র। কেউ কি বলবেন (যারা বাস্তবে টাকা পে আউট করতে পেরেছেন) কোন সাইটগুলো সত্যি পে করে? জানালে খুব উপকার হবে, শুধু আমার না সবারই হবে। কি বলেন আপনারা?
আমি Shahriar Tasdin Jamil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
PTC আমার কাছে তেমন ভাল লাগে না। কারণ এখানে কিছু খরচ না করতে পারলে কোন লাভ নাই। তবে সবাই ভূয়া না। যেমন আমি http://www.dailydollarz.com/ থেকে পেআউট করেছি। এছাড়াও নিওবাক্স পে করে। অনবাক্সও করে। বাকিগুলোর খবর জানিনা। তবে সবারই কিছুনা কিছু খারাপ রিপোর্ট আছে। আর সেটা আপনার ভাগ্যেও ঘটে যেতে পারে। কোন গ্যারান্টি নেই। তাই বলব, একটু কষ্ট করে সময় নিয়ে কাজ শিখুন, ফ্রী ল্যান্সিং করুন। কাজে দিবে।
PTC আমার কাছে তেমন ভাল লাগে না। কারণ এখানে কিছু খরচ না করতে পারলে কোন লাভ নাই। তবে সবাই ভূয়া না। যেমন আমি http://www.dailydollarz.com/ থেকে পেআউট করেছি।
এছাড়াও নিওবাক্স পে করে। অনবাক্সও করে। বাকিগুলোর খবর জানিনা। তবে সবারই কিছুনা কিছু খারাপ রিপোর্ট আছে। আর সেটা আপনার ভাগ্যেও ঘটে যেতে পারে। কোন গ্যারান্টি নেই।
তাই বলব, একটু কষ্ট করে সময় নিয়ে কাজ শিখুন, ফ্রী ল্যান্সিং করুন। কাজে দিবে।