জুমলা নিয়ে কম্প্লিট টিউন চাই।

আমি জানি এখানে অনেক অভিজ্ঞ টিউনার আছেন যাদের কাছে এগুলো হাতের তুড়ি মাত্র। আর তাদের মধ্যে এমন অনেক আছেন যারা লিখতে পছন্দ করেন সেই সাথে যা জানেন টা জানতে আর বোঝাতেও। আমি একজন রিডার। দিনে অবশ্যই আমি কয়েকবার এই সাইট দেখি পরি। কমেন্ট করে ধন্যবাদ জানানোর চেষ্টা করি। অবশ্য আমি কিছু গুছিয়ে লিখতেও পারি না। কিন্তু মনে মনে সবার জন্য আমার মনে শ্রদ্ধা আর সম্মান আর কৃতজ্ঞতা অবশ্যই আছে।

আমার জুমলা নিয়ে যথেষ্ট আগ্রহ আছে। আমি এটা দিয়ে কিছু করবো এমন কিছু না। কিন্তু এসব জানি যে টুকু সেতুকুই আমার ভাল লাগে। আর হু যা শিখি টা অবশ্যই ট্রাই করে দেখি অন্তত শুধু নিজের জন্য। কখন কোনটা কাজে লেগে যায়। টেক টিউনস -এ এসে শুধু আমি সহজ্যই চাই। কিন্তু আমি মনে করি আমাদের এই চাওয়াই হয়তো লেখকদের লেখার প্রেরণা।তাই আজ আবার চাইছি-

জুমলা নিয়ে ধারাবাহিক টিউন চাই ।

কষ্ট করে কেউ কম্প্লিট টিউন করুন ধারাবাহিক। আথবা আমাকে লিঙ্ক দেন যদি এর আগে হয়ে থাকে॥

আমাদের মিস্টার ফটোশপ ভাই এর আগে জুমলা নিয়ে টিউন করেছেন কিন্তু আমি তার ডোমেইন আর হোস্টিং নিয়ে টিউন-র লিঙ্ক পাচ্ছি না।

সাহায্য করেন। অপেক্ষায় আছি।

Level 0

আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার পরামর্শ হল, যদি ফুল সিএসএম শিখতে চান তবে জুমলা না শিখে দ্রুপাল শিখুন। জুমলার সিকিউরিটি ভলবনারিটি খুব বেশি। নাহলে ওয়ার্ডপ্রেসও ট্রাই করতে পারেন।

    আমি দুইটার কোনটাই বিশেষ বুঝি না। বোঝান আমাকে আমি বুঝতে আগ্রহী।

    দুটোর কোনটাই যখন পারেন না তখন দ্রুপাল দিয়েই শুরু করুন। বড়দের মতে দ্রুপালের ভবিষ্যত খুব উজ্জল। এটা শিখতে জুমলার চেয়ে একটু বেশি সময় লাগতে পারে, তবে জিনিসটা অনেক শক্তিশালী।

http://www.mediafire.com/?3tezk4jqcqw
ডাউনলোড মারেন। সব আছে ।

    হুম চেষ্টা করে দেখি। আপনাকে অনেক ধন্যবাদ।

    দারুন। আমার সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে মনে হচ্ছে। যেই লিখে থাকুন জোস লিখেছেন।