আস-সালামু আলাইকুম...
আশা করি টেকটিউন পরিবারের সকলে ভালো আছেন।
এটা আমার প্রথম টিউন তাই ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।
একটা মারাত্মক এবং বিরক্তিকর সমস্যার মধ্যে আছি।
তা হলো svchost.exe নামের একটা ফাইল অনবরত ডাটা কাটছে ! কোনো বিরতি নেই ! নেট সংযোগ থাকলেই ডাউনলোড করে ফুল স্পিডে।
আমি gpedit.msc থেকে local computer policy>computer configuration>
>administrative templates>Network
এর পর QoS packet scheduler এ ক্লিক করলে Enable bandwidth 0% করে দিছি। তাও কাজ হইনা।
Windows Update তো off আছেই, এবং Desktop Windows Store Apps এর উপর Right Click করে “Tum Live Tittle Off” করা আছে তাও কোনো কাজ হইনা। নেট সংযোগ থাকলেই ডাউনলোড করে ফুল স্পিডে।
প্রথমে আমি জানতে চাইছি এই svchost.exe এটা কি জিনিস ?
এটা কোনো ভাইরাস বা হ্যাকিং টুলস কিনা ?
এটা আমার পিসির জন্য হুমকি কিনা ? পিসির জন্য হুমকি হলে তা কিরুপ ?
svchost.exe এর এই সমস্যা পিসি থেকে কিভাবে পুরোপুরিভাবে দূর করা যায় ?
এই সমস্যার কারণে খুব চিন্তার মধ্যে আছি ভাইয়েরা, তাই অভিজ্ঞ ভাইয়েরা এই ব্যাপারে একটা বিস্তারিত সমধান জানাবেন প্লিজ...
আমি ইকবাল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কোন হ্যাকিং টুল না। আপনার সিস্টেম থেকে ব্যান্ডউইথ কাটছে। চাইলেই রাইট বাটনে ক্লিক করে বন্ধ করে দিতে পারেন। অনেক সময় এটি বন্ধ করলে ব্রাউজার আর কাজ করে না। আবার অনেক ক্ষেত্রে ৫০ মেগাবাইটের মত কেটে নিয়ে ঠিক হয়ে যায়।