+8803598359835 নম্বর থেকে আমার মোবাইলে নিচের এসএমএস-গুল পাঠানো হচ্ছেঃ
- আপনার আইডি কার্ড এর বিপরীতে ১৯ টি সিম নিবন্ধন করা আছে, সকল সিম নাম্বার জানতে এবং ভুল নাম্বারের নিবন্ধন বাতিল করতে ভিজিট করুনঃ registerbd.com
- বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আপনার ন্যাশনাল আইডি কার্ড এর বিপরীতে ৫টি ব্যতীত বাকি ১৪টি সিমের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, আপনার রেজিস্টার এবং বাতিল করা নাম্বার দেখতে ভিজিট করুনঃ registerbd.com
- Priyo Grahok Biometric poddhotite aponar numberer registration cancel sfofol hoyeche. for more info visit Registerbd.com
আপনাদের কারো কি এইধরনের অভিজ্ঞতা হয়েছে?
আমার স্পষ্ট বিশ্বাস এটা সম্পূর্ণ ভুয়া, প্রতারণা। আমি এই ওয়েবসাইটেই ঢুকি-ই নাই। বাংলাদেশ সরকারের যে কোন ওয়েবসাইটের শেষে .gov.bd থাকবে। আমাদের জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট তথ্য বাইরের কোন প্রতিষ্ঠান এখন ব্যবহার করার অনুমতিপ্রাপ্ত নয়। সরকারি কোন ঘোষণা নাই। এত কষ্ট করে এসএমএস পাঠানোর মানে বুঝতে পারছি না, তবে এটুকু বুঝতে পারছি কোন বদ মতলব আছে। যাই হোক সবাই সাবধান!
এখন আবার নতুন নাম্বার থেকে শুরু হয়েছে। +8804445650000 নম্বর থেকে দুইটা পৃথক এসএমএসঃ
- "যে কোন বাংলাদেশী মোবাইল নাম্বারের মালিকের নাম, ঠিকানা ও বর্তমান লোকেশন জানতে ভিসিট করুনঃ bd2bd.com
- "জঙ্গিবাদকে না বলুন, আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করুন, সকল থানার ও আইনশৃঙ্খলা বাহিনীর নাম্বার পেতে ও এবং অনলাইনে সকল থানায় জিডি করতে ভিজিট করুন bagladeshhtm.com"
এসএমএস এর কথা মত আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করলাম তবে তাদের বিরুদ্ধেই। Android এর Hello CT অ্যাপসের মাধ্যমে ও DMP এর অফিশিয়াল পেজে ম্যাসেজ করে। আপনি কি এই ধরনের এসএমএস পেয়েছেন? বিস্তারিত লিখে Android এর Hello CT অ্যাপসের মাধ্যমে ও DMP এর অফিশিয়াল পেজে http://www.facebook.com/dmpdhaka ম্যাসেজ করুন।
সারা পৃথিবীর ১০০ র অধিক রাষ্ট্রে প্রচুর কম্পিউটার হ্যাকিং এর মাধ্যমে কব্জা করে নিয়ে মুক্তিপণ চাওয়া হচ্ছে। আক্রান্ত কম্পিউটারগুলোতে বাইরে হতে কোন ফাইল প্রবেশ করে এই অপকর্ম করে। আমি যে এসএমএস পাচ্ছি তা একটি ওয়েবসাইটে প্রবেশ করতে বলে, যেখানে ঢুকলে সম্ভবত কোন ফাইল অটো-ডাউনলোড হবে, যা আমার কম্পিউটার লক করে ফেলবে। এসএমএস যেহেতু বাংলা ভাষায় পাচ্ছি, তাহলে বিশ্বব্যাপী এই সাইবার অ্যাটাকের হোতারা কি বাংলাদেশের কেউ, অন্ততপক্ষে তাদের টিমের কেউ?
আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai ami downlode korece. akane malwear ase. keo a site browse korben na.