আমি তো শেষ হয়ে গেলাম। আমারে কেউ বাচান

আমিতো অনেক বড় সমস্যায় পরে গেলাম। এখন মনে হচ্ছে উইন্ডোজ এক্সপি ভালো। তবে আমি যতদুর জানি উইন্ডোজ সেভেন অনেক ভালো। সেই আশাতে উইন্ডোজ সেভেন ইন্সটল করলাম। সব কিছুই ভাল লাগলো। আমার প্রয়োজন সাপেক্ষে অফিস 2007 সেটাপ দিলাম। বাংলা লেখার জন্য বিজয় বায়ান্নো সেটাপ দিলাম।কিন্তু একি বায়লা তো লিখতে পারিনা। একটা অক্ষর লিখলে অনেকগুলো অক্ষর হয়ে যাচ্ছে। এসমস্যা থেকে পরিত্রান পেতে আবার নতুন করে সব দিলাম কিন্তু ঘটনা......

এবার আপনারাই কেউ আমাকে এ সমস্যা থেকে বাচাতে পারেন।

প্লিজ প্লিজ প্লিজ

উইন্ডোজ সেভেনে বাংলা লেখার উপায়পটা কেউ বলে দিন।

Level 0

আমি মানিক হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নতুন। এক্কেবারে নতুন। আমি দেশের জন্য কিছু করতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি অফিস 2003 এবং বিজয় বায়ান্নো বা বিজয় একুশে ব্যবহার করুন; আশা করি আপনার সমস্যর অবসান হবে।

অভ্র ট্রাই করুন।

অভ্র টাই করুন এবং সকল জামেলা থেকে বাঁচুন।

অভ্র দিয়ে কিভাবে লিখবো কেউ জানাবেন??

অভ্র সেটাপ দেয়ার পর All programs> Avro keyboard > Help এখানে সব কিছু লিখা আসে। মন দিয়ে পরলেই পারবেন।

https://www.techtunes.io/bangla-computing/tune-id/28774/

টিউনটিতে আপনার কাঙ্খিত সফট্ওয়ারটি পেয়ে যাবেন।

    সাইফুল ভাই আপনার কাছে কৃতজ্ঞ। কাজ হয়েছে। বিজয়2010 দিয়ে।

    সাইফুল ভাই বিজয় একুশের সিরিয়াল নাম্বারটা কি আপনার কাছে আছে????
    থাকলে দিয়েন প্লিজ।

আমি Windows 7 ব্যবহার করি সাথে বিজয় এবং অফিস 2007. বিজয় বায়ান্নো 2010 এডিশনটি Windows 7 এ কাজ করবে। 2009 এবং এর আগের কোনটিই কাজ করবে না। 80 টাকা দিয়ে বিজয় বায়ান্নো 2010 এর অরজিনাল ডিস্কটি কিনে নিন।

    নেট মাস্টার ভাই আমার কোন টাকা লাগে নাই। সাইফুল ভাইয়ের দেয়া লিংক থেকে ডাউনলোড করছি। তাতেই আমার কাজ হইছে। আর হ্যা যদি বিজয় একুশের সিরিয়াল নাম্বার যদি থাকে তাইলে দিয়েন।

বিজয় বায়ান্নো xp এর জন্য। বিজয় একুশে ব্যবহার করেন। সবচেয়ে ভালো অভ্র ব্যবহার করেন।

আমি উইন্ডোজ সেভেনে বিজয় বায়ান্নো ব্যবহার করি। কোন সমস্যা হয় না।

ভাই আমি Windows XP তে বিজয় বায়ান্ন ২০১০ ব্যভহার করি। খুব সুন্দর কাজ করে।