মিশর থেকে ফিরলাম। দেশে আসার পর আর নেটে বসা হয়নি। বিদেশের মডেম চালু করতে গিয়ে পড়লাম মহা ফ্যাসাদে। প্রথমে আনলক কোড চায় তারপর এক দোকানে গেলাম আনলক কোড খুজতে। সে বলল দেখি আপনার কোন উপকার করতে পারি কিনা? সে কি কি কোড ঢুকাল। পরে দেখলাম এখন আর কোড চায় না। এখন শুধু বলছে (Only specified SIM/USIM can be used in the device) অর্থাৎ, আপনার ডেভিসে শুধুমাত্র নির্দিষ্ট কিছু সিম/ইউসিম চলবে। শেষ পর্যন্ত এখনও ওটা চালু করতে পারলাম না। ওটা সাথে নিয়ে কয়েকদিন আগে ঢাকা আসলাম। এ সমস্যার কিভাবে যে সমাধান করব কিছুই জানিনা। আপনাদের কারও জানা থাকলে প্লিজ আমাকে জানাবেন।
এখন আমি আনলক কোড পেয়েছি। যদি কোন সিস্টেমে আগের অবস্থায় (যেন আনলক কোড চায়) ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলেও, আশা করা যায় সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।
আমি ইসমাইল এ কে বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইসমাইল ভাই, আপনার আনা মডেম চালু করে যে খুব লাভ হবে তা মনে হয় না। কারণ আমাদের মোবাইল কোম্পানীগুলোর ইন্টারনেট স্পিড সুপার ডুপার ফ্লপ। সিটিসেল জুম আল্ট্রা ভাল কিন্তু তার খরচ বেশী। ভাল হয় কিউবি অথবা বাংলা লায়ন ব্যবহার করলে আর এগুলো আপনার এলাকায় না থাকলে ব্রডব্যান্ড ইউজ করেন। আর তা যদি না থাকে তাহলে কপালে হাত দেয়া ছাড়া উপায় নাই।