জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে কি করনীয় তা জানতে চাই।

ভাই আমার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গিয়েছে। তাই আমি অনেক জায়গায় সমস্যায় পরছি। কিন্তু আই. ডি কার্ডটি তুলতে হলে কোথায় কিভাবে কি করতে হবে তা আমার জানা নেই। ভাই কেউ যদি জেনে থাকেন , তাহলে একটু জানাবেন। প্লিজ কেউ না জেনে কিছু বইলেন না।যে একদম সঠিক নিয়মটি জানেন, সেই আমাকে জানান।

ধন্যবাদ।

Level 0

আমি অভীত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অভীত- হারিয়ে যাওয়া আইড কার্ড পুনরায় পেতে হলে আপনাকে প্রথমে আপনার নিজ থানায় একটি সাধারণ জি.ডি করতে হবে- (কার্ডটি হারিয়ে গেছে মর্মে)। উল্লেখ্য যে, যখন আপনি জি.ডি করতে যাবেন তখন আপনাকে জি.ডি-র দুইটি কপি নিয়ে যেতে হবে- (একটি থানায় সংরক্ষিত থাকবে-অন্যটিতে তারা (থানার ডিউটি অফিসার) একটি জি.ডি নম্বর বসিয়ে স্বাক্ষর এবং সীল বসিয়ে আপনাকে দিবে। সেই জি.ডি-র কপি নিয়ে আপনাকে যেতে হবে উপজেলা নির্বাচন অফিসে। উপজেলা নির্বাচন অফিসে গেলে তাঁরাই আপনাকে হারিয়ে যাওয়া কার্ডটি পুনঃরুদ্ধারের ব্যাপারে সহায়তা করবে। ধন্যবাদ।