আমি AverMedia Super 007 (M-135) ইন্টারনাল টিভি কার্ড ব্যবহার করি।আমি Linux Mint/Ubuntu তে কিভাবে AverMedia Super 007 (M-135)টিভি কার্ড ব্যবহার করে টিভি দেখব?সাহায্য করুন ।
শুধু এই টিভি দেখার জন্য আমাকে বাধ্য হয়ে উইন্ডোজ ব্যবহার করতে হচ্ছে।
বিস্তারিত পদ্ধতি বর্ণনা কর আমাকে সহযোগীতা করুন।
Tvtime ইনস্টল করলাম, কিন্তু কিছুই হচ্ছে না।
স্ক্রীনসট সমূহ
চিত্র ১
চিত্র ২
চিত্র ৩
চিত্র ৪
চিত্র ৫
চিত্র ৬
চিত্র ৭
চিত্র ৮
চিত্র ৯
স্ক্রীনসট দেখে সহযোগীতা করুন।
এই লিংক থেকে "linux-image-2.6.24-19-avermedia_2.6.24-19.41_i386.deb" এই ফাইল টি ডাউনলোড করে ইনস্টল করতে বলা হচ্ছে।
কিন্তু এই লিংক থেকে .deb ফাইল টি ডাউনলোড করতে পারছি না।
সাহায্য করুন।
সূত্র:
লিংক ১ http://goo.gl/DDgXY
লিংক ২ http://ubuntuforums.org/showthread.php?t=87817
অবশেষে টিভিতে চ্যানেল গুলো নিয়ে আসতে পারলাম এই লিংক এর সাহায্য নিয়ে।
কিন্তু এখন সমস্যা হচ্ছে যে সাউন্ড আসছে না।
কিভাবে লিনাক্স মিন্ট এ টিভি টাইম সফটওয্যারে সাউন্ড নিয়ে আসবো?
আমি সুফিয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সুফিয়ান আহমেদ। United International University (UIU) তে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনা করি। ব্লগিং,চ্যাটিং,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে খুবই আগ্রহী,বিজ্ঞান কল্পকাহিনী পড়তে বেশী পছন্দ করি। যোগাযোগ: ব্যক্তিগত ব্লগ ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগ ফেসবুকে আমি সকলে ভালো থাকুন, খোদা হাফেজ ।