সম্মানিত টেকি বৃন্দ, সবাইকে উষ্ন শুভেচ্ছা। একটি ব্যাপারে আমি সকল টিউনারদের দৃষ্টি আকর্ষন করছি, আর তা হল ভিডিও এডিটিং। শখের বশে শিখতে চাচ্ছি। কোন প্রতিষ্ঠানে গিয়ে শেখা আমার পক্ষে সম্ভব নয় তাই আপনাদের দারস্ত হয়েছি। এ ব্যাপারে আপনাদের সদয় দৃষ্টি কামনা করছি। প্লিজ আমাকে সাহায্য করুন। সবাইকে ধন্যবাদ।
আমি Roman Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি প্রথমিক ভাবে বাজার থেকে “Corel VideoStudio Pro X3” কিনে এনে শুরু করত পারেন।
অথবা Corel এর নিজস্য সাইট http://www.corel.com/ থেকে ডেমো ভার্সন নামিয়েও দেখতে পারনে।
আমার মনে হয়, এই Software টিতে কাজ করতে আপনার অন্য কারও হেল্প এর প্রয়োজন হবে না।
তবুও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবনে।