শুরুতেই সবার কাছে ক্ষমা চাচ্ছি এমন টিউন করার জন্য
তবে বিষয়টা আমার খুবই জরুরী। গত কয়েক মাস আগে ইউসি ইউনিয়ন (UC-UNION.COM) আমার বেশ কিছু $ আমার দাচ বাংলা ব্যাংক এ প্ররণ করে। কিন্তু কয়েক মাস চলে যাওয়ার পরও ব্যাংকে আমার টাকা যোগ হয়নি। আমি ব্যাংকে অনেক বার খোঁজ নিয়েছি কিন্তু টাকা আসেনি। আমি
ইউসি ইউনিয়নে যোগাযোগ করিছি তারাও বলছে $ পাঠিয়ে দিয়েছে আমার ডাচ বাংলা ব্যাংকে। আমাকে একজন বলল ব্যাংক থেকে ফর্ম নিয়ে সেটা পূরণ করে দিলে টাকা ব্যাংকে চলে আসবে। এখন এই মুহূর্তে আমি কি করতে পারি? সত্যি কি এমন ফর্ম আছে যে সেটা পূরণ করে দিলে আমার $ ব্যাংক এ চলে আসবে? তবে $ এসেছে এটা আমি সিওর। আপনাদের কাছে এর কোনো সমাধান থাকলে দয়া করে আমাকে জানান, আর যদি এমন ফর্ম থাকে তাহলে সেই ফর্মের নাম কি? বা আমি কি করলে আমার টাকাটা ব্যাংক এ আসবে? দয়া করে আমাকে কিছু পরামর্শ দিন, কষ্ট করে টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
সবাইকে অগ্রিম ধন্যবাদ।
bank e contact koren, bank helpline call koren.