প্রত্যেকটা মানুষ মন চাইলেই দূরে কোথাও না কোথাও বন্ধুবান্ধব বা পরিবারের কাউকে না কাউকে নিয়ে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার জন্য বড় সে জিনিসটি দরকার পরে তাহলো গাড়ি।গাড়ি তো আর সবার থাকে না,তাই দারস্ত হতে হয়। কোন রেন্ট এ কার ব্যবসায়ী বা কোম্পানীর কাছে। ঘুরতে যাওয়া কিংবা অনুষ্ঠানাদিতে গাড়ি ছাড়া কি আর হয় ? এ জন্য সবার আগে যার কথা মনে করি তা হলো Rent a Car Service বা রেন্ট-এ কার সার্ভিসের কথা। তাই আপনি জেনে না থাকলেও এ ব্যবসায় কিন্তু বেশ লাভজনক। নিজের গাড়ি না থাকলেও শুধু ভাল যোগাযোগ থাকলে শুরু করতে পারেন এ ব্যবসা। আর হাতে কিছু পুঁজি থাকলে তো কথাই নেই।
প্রথম দিকে গাড়ির মালিক এবং গ্রাহকের মধ্যে মধ্যস্বত্বকারী হিসেবে শুরু করতে পারেন। এজন্য খুব বেশি পুঁজির প্রয়োজন হবে তা কিন্তু নয়। শুধুমাত্র একটি দোকান বা অফিস হলে হবে। ১ম দিকে দোকানের জায়গা ছোট হলেও চলবে। Rent a Car Service এর জন্য তেমন সাজসজ্জারও প্রয়োজন নেই। তবে চেয়ার-টেবিল ও একটি আলমারি থাকলে ভালো হয়। মাত্র দুটি গাড়ি নিয়ে শুরু করতে পারেন আপনার Rent a Car ব্যবসা। আর নিজস্ব গাড়ি নিয়ে শুরু করলে বিশ্বস্ত, দক্ষ এবং বৈধ লাইসেন্সধারী চালক নিয়োগ দিতে ভুল করবেন না। ব্যবসার পরিচিতি বা পরিধী বাড়াতে হবে, প্রচার প্রচারণা করতে হবে। এই ব্যবসার সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য এবং সুষ্ঠু পরিকল্পনা।
অন্যান্য ব্যবসার মতো রেন্ট-এ কারের ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন হয় ট্রেড লাইসেন্সের। এর সঙ্গে বিআরটিএ থেকে Rent a Car ব্যবসার অনুমতিও নিতে হয়। সেই সঙ্গে স্থানীয় রেন্ট-এ কার ব্যবসায়ী সমিতির সদস্য হতে পারেন। এতে বাড়তি কিছু সুবিধা পাবেন। আর নিজস্ব গাড়ির জন্য প্রয়োজন হয় বিভিন্ন কাগজপত্রের। এর মধ্যে উল্লেখযোগ্য রোড পারমিট, লাইসেন্স, বীমা ইত্যাদি। সেই সাথে ট্যাক্স-টোকেনও করিয়ে নিতে হবে। গাড়ির কাগজপত্রের জন্য দালালের দ্বারস্থ না হয়ে সরাসরি অফিসে গিয়ে কাগজ করানো উচিত।
প্রাইভেট কার এবং মাইক্রো এ দুই ধরনের গাড়ি গ্রাহকরা বেশি ভাড়া নেয়। তবে গাড়ি যেটাই হোক না কেন এর রং, নতুনত্বই গ্রাহককে বেশি আকৃষ্ট করে। তাই গাড়ির মলিকের সঙ্গে চুক্তির সময় এ দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। আর নিজেই গাড়ি কিনতে চাইলে গাড়ির শোরুমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নতুন গাড়ি দিয়ে শুরু করতে না চাইলে পুরাতন গাড়ি নতুন দামের ৩ ভাগের ২ ভাগ বা এর চেয়েও কম দামে কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে।
Rent a Car Service in Dhaka জন্য কাকরাইল, তেজগাঁও, গুলশানসহ বিভিন্ন এলাকায় গাড়ির শোরুম আছে। এসব শোরুম থেকে কিনতে পারেন। এ ছাড়া আমদানিকারকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও পছন্দ অনুযায়ী গাড়ি কিনতে পারেন।
বডি ভাড়া, প্যাকেজ এবং মাসিক ভাড়া। এই তিনভাবে গাড়ি ভাড়া দেওয়া হয়। বডি ভাড়া পদ্ধতিতে গাড়ির গ্যাসসহ আনুষঙ্গিক সব খরচ সেবাগ্রহীতা বহন করেন। এ ক্ষেত্রে এক দিনের জন্য গ্রাহককে দুই হাজার ৫০০ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত দিতে হয়। প্যাকেজ পদ্ধতিতে দূরত্ব বিবেচনা করে গ্রাহকের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভাড়া নির্ধারণ করা হয়। মাসিক ভাড়া পদ্ধতিতে কিলোমিটার হিসাব করে ভাড়া আদায় করা হয়। বিভিন্ন কোম্পানি মাসিক ভাড়া পদ্ধতিতে রেন্ট-এ কার থেকেও গাড়ি ভাড়া নেয়।
Rent a Car ব্যবসায় লাভের পরিমাণ নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর। গাড়ি নিজস্ব না হলে প্রতি হাজারে নির্দিষ্ট পরিমান টাকা কমিশন পান রেন্ট-এ কার ব্যবসায়ী। আর নিজস্ব গাড়ির ক্ষেত্রে ভাড়ার পুরোটাই চলে আসে রেন্ট-এ কার ব্যবসায়ীর পকেটে। মাসিক ভাড়ার ক্ষেত্রে কিলোমিটার হিসাবে ভাড়া পাওয়া যায়। তবে গাড়ির পরিমাণ যত বেশি থাকবে এবং যত বেশি ভাড়া দেওয়া যাবে, লাভের পরিমাণ তত বেশিই হবে।
রেন্ট-এ কার ব্যবসার পাশাপাশি দোকানে অন্যান্য ছোটখাটো ব্যবসাও করতে পারেন। এর মধ্যে মোবাইল ফোনে টাকা রিচার্জ, ফটোকপি, কম্পিউটার কম্পোজ করতে পারেন। রেন্ট-এ কার ব্যবসার সফলতা নির্ভর করে পরিচিতির ওপর। এজন্য আপনাকে অবশ্যই পরিচিতি বাড়াতে প্রচার প্রচারণা করতে হবে।
আপনি চাইলে Online Based rent a car service চালু করতে পারেন। এমন কিছু কোম্পানী আছে যেমন TaxiWala, Uber,Toma Taxi. Navana Taxi ইত্যাদি। আর যাদের সব সময় Rent a Car Service দরকার হয় তারা সব সময় আমাদের ফেসবুক ফ্যান পেজে যুক্ত থাকুন
আমি মোঃ জাহাঙ্গীর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে কিভাবে গাড়ী ব্যবসা করে লাভবান হয়ে যায় সেটা উপস্থাপন করা যায়। কিছুদিন আগেই আমি একটা গাড়ী ব্যবসা শুরু করি এবং ভাড়া দিব ও নিব.কম এ গাড়ী ভাড়া দিয়ে বেশ লাভবান হই। আপনার জন্য শুভকামনা রইল এবং পাশপাশি আমার জন্য দুয়া করবেন।