ভাই আমিতো মহাসমসায় পরেছি । ফাজলামো করে কাছের বন্ধু কে বলেছিলাম গান শোনা পাপ । তাই সে কম্পিউটার এর সব গান ভিডিও ফরম্যাট করে দিয়েছে। এখন শুধুই কষ্ট। আমার আকুল আবেদন আপনাদের কাছে যে , কারো কাছে RECOVERY SOFTWARE উইন্ডোজ ৭ এর জন্যে বা কারো এটা সম্পর্কে জানা থাকলে আমাকে দয়া করে জানাবেন।আমার FILE FORMAT হচ্ছে NTFS FORMATএ ।TOTAL 100 GB এর মতো RECOVER করতে হবে ।আপনাদের এই উপকার আমি আজীবন মণে রাখবো। কোণও SOFTWARE DOWNLOAD LINK থাকলেও দিতে পারেন।
আমি xcuseffr। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিডিও ফরম্যাট করেছে যেহেতু তাই সেটা কে আবার অডিও করে ফেললেই হয়। আপনি ফাইল গুলোর নামের জায়গায় .mp3 দিয়ে পরিবর্তন করে ফেলুন। তাহলেই আপনার ভিডিও টি অডিও হয়ে যাবে।উদাহারনঃ যদি আপনার ফাইল টির বর্তমান নাম example.avi হয়ে থাকে তাহলে সেটি কে example.mp3 দিয়ে নাম পরিবর্তন করুন।